171826

এবার অনুন্নত দেশ গুলির জন্য টোকনোলজি ব্যাঙ্ক গঠন করবে জাতি সংঘ

অপেক্ষাকৃত কম উন্নত দেশ গুলির জন্য টেকনোলজি ব্যাঙ্ক স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে জাতি সংঘ। তুরস্কের গেবজিতে টেকনোলজি ব্যাঙ্কটি স্থাপন করা হচ্ছে। কম উন্নত দেশ গুলির প্রযুক্তির উন্নয়নের জন্য জাতি সংঘ এই প্রথম এই ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে।

এই ব্যাংক ৪৮টি স্বল্পোন্নত দেশের জন্য প্রযুক্তিগত সুযোগের নতুন দিগন্ত উন্মোচন করবে। এর মাধ্যমে এসব দেশ আধুনিক প্রযুক্তি ব্যবহারের সুযোগ পাবে। বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে নিজেদের সামর্থ্য আরও বৃদ্ধি করতে পারবে। টেকনোলজি ব্যাংক স্থাপনের মাধ্যমে প্রথম টেকসই উন্নয়ন লক্ষ্যও অর্জিত হলো।

এর আগে ব্যাংকটি গঠনের জন্য জাতিসংঘের মহাসচিব ১৩ সদস্যবিশিষ্ট একটি গভর্নিং কাউন্সিল গঠন করেন। এই কাউন্সিল টেকনোলজি ব্যাংকের চার্টার প্রণয়ন করে। ব্যাংকের পরিকল্পনা তৈরি, বার্ষিক কর্মসূচি, পরিচালন নীতিমালা, গাইডলাইন ও বাজেট প্রণয়ন করার দায়িত্বেও থাকবে এই কাউন্সিল।

টেকনোলজি ব্যাংককে সহায়তা করার জন্য জাতিসংঘ মহাসচিবের তত্ত্বাবধানে একটি তহবিল গঠন করা হয়েছে। এই ব্যাংককে এগিয়ে নেওয়ার জন্য এই তহবিল সদস্য রাষ্ট্রগুলো এবং প্রাইভেট সেক্টরসহ সবাই অর্থ প্রদান করতে পারবে।

পাঠকের মতামত

Comments are closed.