171597

৭৩৫ টি কুকুরকে পালন করছেন এই সফটওয়ার ইঞ্জিনিয়ার

২৪ ঘন্টার ৯ ঘন্টা কেটে যায় ল্যাপটপেই সময় দিতে বাকি সময়টা কাটে তাঁর পালত সন্তানদের নিয়ে। বেঙ্গালুরুর রাকশে শুক্লা। পেশায় তিনি একজন সফটঅয়্যার ইঞ্জিনিয়ার। তাঁর পালিত সন্তান গুলি হত তার পোশা সারমেয়। তাঁর কাছে ১ টা নয় ২ টো হয় আছে ৭৩৫ টি কুকুর। অর্থাৎ তিনি ৭৩৫ টি কুকুরের বাবা। ল্যাব, গোল্ডেন লিট্রিডার, গ্রেট ডেন, পাগ ছাড়াও আরও অনেক কুকুর আছে তাঁর কাছে। নিজের সন্তানদের মতোই তিনি তাঁদের। বেঙ্গালুরুতে তাঁকে ডগ ফাদার নামের চেনেন অনেকে। অনেকে আবার তাঁকে “পাপা” নামেও ডাকেন।

তিনি শুরু করেছিলেন ৪৫ দিনের কাব্যকে বাড়িতে এনে। নিজের রোজগারের প্রায় পুরোটাই খরচ হয়ে যায় এই সারমেয়দের পিছনেই। প্রতিদিন তাঁর বাড়িতে রান্না হয় ২০০ কেজি চিকেন এবং ভাত। তিনি কুকুরদের জন্য একটি আলাদা ফার্মও বানিয়ে দিয়েছেন। যেখানে রয়েছে সুইমিং পুল, খেলার বড় স্পেস। তবে রাকেশের এই ফার্ম নিয়ে বিরক্ত পাড়ার অনেকেই।

পাঠকের মতামত

Comments are closed.