171594

মেহেন্দি লাগালে চুল হবে মজবুত

মেহেন্দি শুধু চুলের রঙই বদলায় না এটি চুলের অনেক সমস্যার সমাধানও করে দেয়। এটি প্রয়োগের ফলে চুল আরও মজবুত হবে এবং চমৎকার হবে। এমনকি এর কোনো সাইড এফেক্টও নেই।

ড্যান্ড্রাফ বাই বাই
চলের জন্য আপনি অনেক ধরনের শ্যাম্পুর ব্যবহার করে তাকনে। এবং চিকিৎসকের পরামর্শে নানা ধরনের ওষুধও খান। একবার মেহেন্দি ব্যবহার করে দেখুন এটি খুশকি দূর করতে পারে। পারফেক্ট পয়েন্টের বিউটি এক্সপার্ট ডঃ বন্দনা মাথুর বলেন, “কিছুটা মেথির দানা জলে সারারাত ভিজিয়ে রাখুন এবং মিক্সিতে পিশে নিন। একটি বাটিতে দু চামচ সরষের তেলে একটু মেহেন্দি পাতা ঢেলে দিন এবং এতে হাফ গ্লাস জল দিয়ে গরম করে নিন। এটাকে ঠান্ডা করে এতে মেথি পেস্ট মেশান এবং চুলে লাগান। মাসে দুই থেকে তিন বার লাগালে ড্যান্ড্রাফ চলে যাবে।

চুল প্রস্ফুটিত হবে
ভারতের সিবিল লাইন্সের নুরি বিউটি পার্লারের এক্সপার্ট নুরি শৈকত বরেন, “চুলকে হেল্দি বানানোতে মেহেন্দি গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। মাসে দুবার বা তিনবার এটি প্রয়োগ করলে ড্যামেজ চুলও ঠিক হয়ে যায় এবং চুল পড়া বন্ধ হয়ে যায়। আমলকির জলের সঙ্গে মেহেন্দি প্রয়োগ করে চুলে লাগালে চুল সিল্কিএবং কালো হয়।” পান্ডুনগরে অবস্থিত এই বিউটি পার্লারের এক্সপার্ট মঞ্জু কালরা বলেন, “মেহেন্দি বেটার কন্ডিশানার ও। এটি চুলে প্রোঅ্যাক্টিভ লেয়ার তৈরি করে। এটি চুল পলিউশনের শিকার হয় না। এতে শুদু চুলের থিকনেশও বাড়ে এবং ন্যাচারাল শাইনও দেয়।

কিভাবে লাগাবেন?
মেহেন্দির ফায়দা ওঠানো যায় তখনই যখন আপনি এটাকে ঠিক করে লাগাবেন। মেহেন্দি লাগানোর জন্য গরম জলে দু চামচ আমলা পাউডার, এক চামচ ব্ল্যাক টি, এবং দুটি লবঙ্গ মেশান। এরপর এতে আবশ্যকতানুসারে মেহেন্দি মেশান। এবার এটা চুলের গোড়া পর্যন্ত লাগান। চেষ্টা করুন রাতের থেকে এটাকে দিনের বেলা লাগানোর।

পাঠকের মতামত

Comments are closed.