171579

যদি রোজ নেল পলিশ ব্যবহার করেন তাহলে হয়ে যান সাবধান

নেল পেন্টের মাধ্যমে আপনি আপনার নখকে সুন্দর তো বানিয়ে ফেলেন, কিন্তু এটা সবসময় যদি ব্যবহার করেন তাহলে একটু সচেতন হয়ে যান। কারন কিছু সময়ের জন্য নেল পেন্ট আপনার নখকে আকর্ষক বানায় ঠিকই কিন্তু ভবিষ্যতে আপনার নখের অনেক ক্ষতি করে। জেনে নিন সেই ক্ষতি গুলি কি কি?

১- রোজ নেল পলিশ লাগিয়ে রাখার ফলে আপনার নখ একটুও ব্রেক পাবে না। ফলে আপনার নখের স্তর পাতলা হয়ে ভেঙে যাবে। রোজ নেল পেন্ট করলে আপনার নখে হাওয়া অথবা জল লাগবে না। ফলে নখের ক্ষতি হয়ে যাবে। তাই নখকে একটু ব্রেক দেওয়া দরকার। রোজ ১০-১৫ মিনিট আপনার নখকে গরম জলে ভিজিয়ে রাখুন যাতে সেটা হাইড্রেট হতে পারে।

২- যদি একেক দিন একেকটা নেল পলিশ লাগানোর অভ্যাস থাকে আপনার তাহলে নিশ্চই আপনি নেল পলিশ রিমুভার ব্যবহার করেন। এটা নখে থাকা ন্যাচারাল অয়েল এবং তরল পদার্থ শোষণ করে নেয়। ফলে নখের আসেপাশের ত্বক শুকিয়ে যায়।

৩- যদি উঠে আসা নেল পলিশকে নখের উপর থেকে সরানোর জন্য খোঁচা দেন তাহলে নখের উপরে থাকা সুরক্ষা স্তরও বেরিয়ে আসে। এরফলে নখ কমজোরি হয়ে পড়ে।

৪-বেস কোট না লগিয়ে নেল পলিশ লাগালে আপনার নখ হলুদ হয়ে যায়। তাই হলুদ দাগের থেকে বাঁচার জন্য সবসময় বেস কোট লাগান।

৫- সস্তা নেল পলিশে এমন কিছু কেমিক্যাল থাকে যাতে আপনার নখ রুক্ষ এবং শুষ্ক হয়ে পড়ে। তাই এমন কোনো নেলপলিশ ব্যবহার করুন যাতে কেমিক্যাল কম থাকে। বাজারে ভিটামিন যুক্ত নেল পলিশও পাওয়া যায়, যেটা নখকে পোষণ দিয়ে তাকে সুস্থ রাখে।

পাঠকের মতামত

Comments are closed.