171478

চার বোতল নয়, আপনার সৌন্দর্যের জন্য এক ফোটা ভোডকাই যথেষ্ট

আজ-কাল পার্টিতে মদ্য পান করা এবং পান করানোর রেওয়াজ অনেকটাই বেড়ে গেছে। আর পার্টিতে যদি ভোডকা থাকে তাহলে তো আর কথাই নেই। তবে শুধু পার্টিতে নয় ভোডকা আমাদের সৌন্দর্যের জন্য খুবই কাজে লাগে। আমরা এটা পান করার পরামর্শ আপনাদের দিচ্ছি না। উল্টে আপনাদের কিছু টিপস দিচ্ছি যেটা আপনাদের সৌন্দর্য বাড়াতে কাজে লাগবে।

বলিরেখা
ভোডকার দ্বার আলগা ত্বকে প্রাণ আসে। ভোডকাতে স্টার্চ থাকে যেটা ঝুলে পড়া চামড়া টাইট করতে সাহায্য করে। এর নিয়মিত প্রয়োগে শরীরের স্ট্রিপস উদাও হয়ে যায়।

স্কিনটোন
কটন বলে ভোডকা ভিজিয়ে মুখে আলতো করে ঘষলে মুকের ওপেন পোর্স গুলি বন্ধ হয়ে যায়্ এর ফলে মুখের ত্ব টাইট হয়ে যায় এবং স্মুদ দেখতে লাগে। সারা শরীরেই এর ব্যবহার করা যায়।

গ্লো
এটি ব্যবহার করলে ত্বকে আলাদা একটি গ্লো আসে। যাতে চেহারার উজ্জ্বলতা বেড়ে যায়।

একনে
নিজের অ্যান্টিব্যাকটেরিয়াল গুণের কারণে একনেতে ভোডকা লাগালে সেগুলি তাড়াতাড়ি শুকিয়ে যায়।

চুল
শ্যাম্পুতে যদি কিছুটিা ভোডকা মিশিয়ে লাগানো যায় তাহলে এরফলে চুল আরও সুন্দর আর মোলায়েম হয়। চুলের রুক্ষতা কেটে যায়। ভোডকাতে অ্যান্টিমাইক্রোবিয়াল গুণ আছে, যেটা ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়া শেষ করে দেয়।

পাঠকের মতামত

Comments are closed.