171401

সম্পর্ক বদলে দেয় জীবনকে

amir-parvez

আমির পারভেজ , জাকিয়া ইমি, ছবি : ক্যাপচার লাইফ

লাইফস্টাইল ট্যাংক : সম্পর্ক বদলে দেয় জীবন। এমনটা দাবি যুক্তরাষ্ট্রের একদল গবেষকের ।

সমীক্ষা জানায়, সম্পর্ক মানুষকে অনেকটাই বদলে দেয়। নতুন  সম্পর্কে আচরণে পরিবর্তন আসে।  অনেক বদঅভ্যাসও দূর হয়। এমনকি মাদকাসক্তরাও আসক্তিমুক্ত হতে পারে।

ফ্লোরিডার আটলান্টিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ব্রেট লরসেন ও তার সহযোগীরা ৬৬২ জন কিশোর ও তরুণ এবং ৫৭৪ জন কিশোরী ও তরুণীর ওপর এক সমীক্ষা চালান।

এতে দেখা যায়, বয়ঃসন্ধিকালের প্রেম তাদের মধ্যে আচরণগত পরিবর্তন আনে। জরিপের ফল নিয়ে একটি নিবন্ধ মনোবিজ্ঞান বিষয়ক সাময়িকী ‘ডেভলপমেন্টাল সাইকোলজি’তে প্রকাশিত হয়েছে।

প্রেমে পড়ার পর কিশোর-কিশোরী বা তরুণ-তরুণীরা সম্পর্কের গভীরতা বুঝতে পারে। সম্পর্কগুলো মূল্যায়ন করতে শেখে।

প্রেমেরসম্পর্কে সঙ্গী বা সঙ্গিনীর পরামর্শ এবং ঝগড়ার কল্যাণে বদ-অভ্যাস দূর হয়ে যায়।

জরিপে দেখা গেছে,  প্রেম করে এমন কিশোর-কিশোরী বা তরুণ-তরুণীর তুলনায় যারা প্রেম করে না, তারা তুলনামূলকভাবে বেশি মাদকাসক্ত।

পাঠকের মতামত

Comments are closed.