নারীর জন্য পাঁচটি অ্যাপস

zakiea eme

মডেল : জাকিয়া ইমি, ছবি : ক্যাপচার লাইফ

লাইফস্টাইল ডেস্ক : দিন বদলেছে। নারীদের এখন ঘর সামলানোর পাশাপাশি অফিসও সামলাতে হয়। ঘুম থেকে উঠা থেকে ঘুমুতে যাওয়া পর্যন্ত শত ব্যস্ততার মাঝেও সবকিছু মনে রাখতে হয় নারীকে। ব্যস্ত এই জীবনকে খানিকটা সহজ করে দিতে এসময়ের নারীর জন্য আছে নানারকম অ্যাপস। স্মার্টফোনের সুবাদে এসব অ্যাপসই এখন আপনার সহকারী আবার বন্ধুও। ইন্টারনেট থেকে সেইসব অ্যাপসের পাঁচটির পরিচিতি তুলে ধরা হলো উইমেন ওয়ার্ডস’র পাঠকদের জন্য

স্টাইলবুক অ্যাপ
নিজের সব গেটআপ লুক আপলোড করলে আপনার পছন্দের সঙ্গে মিলিয়ে সাজগোজ আর ড্রেস আইডিয়া দিতে পারবে স্টাইলবুক।

মিন্ট অ্যাপ
সারাদিনের খরচার পর বাড়ি ফিরে আর টাকার হিসেব মেলাতে পারছেন না? কত রয়েছে, কত খরচ হলো এ হিসেবের ঝামেলা ছেড়ে দেওয়া যাবে মিন্ট অ্যাপসের ঘাড়ে। আয়, সঞ্চয় আর বাজেট সম্পর্কে অ্যালার্ট দেবে মিন্ট নিজেই।

কুকমি অ্যাপ
রোজ রোজ কী রাঁধবেন ভেবে ক্লান্ত? বিভিন্ন সহজ রেসিপি দিয়ে কুকমিই বলে দেবে আজ কী রাঁধবেন।

নাইকি+ট্রেইনিং ক্লাব
সবার এনার্জি এক মাত্রার নয়। নারীদের জন্য বিশেষ এ অ্যাপ সাজানো রয়েছে মোট একশো ওয়ার্কআউট নিয়ে। নিজের এনার্জি লেভেল বুঝে সহজেই সিলেক্ট করুন আপনার জন্য পারফেক্ট ওয়ার্কআউট কোনটি।

মাইপিল অ্যাপ
বার্থ কন্ট্রোল পিল সেবনের সময়, সাইড ইফেক্ট ও কনসালটেন্টের পরামর্শ নেওয়ার সময়- সবই জানান দেবে এই অ্যাপস।

পাঠকের মতামত

Comments are closed.