অফিসে নতুন বসের কাছে প্রিয় হতে চাইলে যা যা করতে হবে

0f7e21dলাইফস্টাইল ট্যাংক : চাকরি করছেন মানেই আপনি যোগ্য—এমনটা ভাবা যাবে না। ধরে নিতে হবে, শুধু বস নতুন নয়; আপনিও নতুন। সেই ক্ষেত্রে নতুন বসের দৃষ্টি আকর্ষণ করতে হলে সেরাটা দিতে হবে।
সময়মতো উপস্থিতি
অফিস কিংবা মিটিং—উভয় ক্ষেত্রেই সময়মতো উপস্থিত হতে হবে। দরকার হলে একটু আগে আসুন; কিন্তু পরে আসা যাবে না। কারণ, সদ্য নিয়োগ পাওয়া বস এসব দেখেই আপনার সম্পর্কে ধারণা পাওয়ার চেষ্টা করবেন।
বসের মতো করে যোগাযোগ
বোঝার চেষ্টা করুন, বস কোন ধরনের যোগাযোগে অভ্যস্ত। এটা বুঝে সেই মোতাবেক চলতে পারলে খুব সহজেই বসের সঙ্গে মিশে যেতে পারবেন।
অতিরিক্ত যোগাযোগ নয়
আবার খুব বেশি যোগাযোগ করে বসকে বিরক্ত করা উচিত নয়। কোনো বিষয়ে রিপোর্ট দেওয়ার কথা থাকলে অফিসের নিয়মকানুন অনুসরণের চেষ্টা করুন। বস কখন-কখন রিপোর্ট চান, তা আগে থেকেই আলাপ করে নিন।
সমাধান নিয়ে আসুন
সমস্যা নয়, সমাধান নিয়েই আসার চেষ্টা করুন। বস বা সহকর্মীদের সমস্যা সমাধানে যদি এগিয়ে যেতে পারেন, তাতে আপনার গ্রহণযোগ্যতা অনেক বেড়ে যাবে।
বসের কাজ সহজ করে দিন
ভেবে দেখুন, আপনার কোন কাজটি বসকে ভারমুক্ত করে তুলবে। সে ধরনের কাজ করার চেষ্টা করুন। নিজের চাহিদার সঙ্গে বসের চাহিদার সমন্বয় ঘটান।
নিজেকে সহজ করুন
খেয়াল রাখবেন, আপনার ব্যক্তিত্ব যেন বড় কর্তার কাছে জটিল মনে না হয়। উদার মনোভাব ধরে রাখুন। তবে সহকর্মী ও নিজের মাঝে একটা দেয়াল তো রাখতেই হবে।
আইডিয়া ভাগাভাগি করুন
খুব কম বস আছেন যাঁরা কর্মীর ভালো আইডিয়া এড়িয়ে যেতে চান। কাজেই মাথায় কোনো সৃষ্টিশীল ধারণা এলে তা বসের সঙ্গে আলোচনা করুন।
সূত্র : বিজনেস ইনসাইডার

পাঠকের মতামত

Comments are closed.