রোবটের পলায়ন !

লাইফস্টাইল ট্যাংক : গবেষণাগারে পরীক্ষা করার সময় রোবট দৌড়ে পালিয়ে যায়। সেটাও আবার কারো সাহায্য ছাড়াই! এমন ঘটনা শুধু একবার নয়,দু-দু’বার ঘটেছে। কথাগুলো আজগুবি মনে হলেও পুরোপুরি সত্য। ঘটনাটি ঘটেছে রাশিয়ার এক পরীক্ষাগারে। সেখানকার গবেষণা কক্ষ বা ল্যাব থেকে আইআর-৭৭ নামে একটি রোবট পালিয়ে যায়।

রোবটটি ছিল কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন। যার ফলে স্বয়ংক্রিয়ভাবেই (মানুষের অনুরূপ) সে ল্যাব থেকে পালাতে সক্ষম হয়। মজার বিষয় হচ্ছে, এই পর্যন্ত দুই বার সে এমন কান্ড করেছে। তবে সে পুরোপুরি নিরুদ্দেশ বা গা ঢাকা দিতে পারে নি।দুই বারই তাকে খুঁজে ল্যাবে ফেরত আনা হয়েছে।

সম্প্রতি দ্বিতীয়বারের মত সে এই প্রচেষ্টা চালায়। তখনই সে সবার নজরে চলে আসে। আইআর-৭৭ যখন ল্যাব থেকে পালিয়ে রাস্তায় চলে আসে, তখন রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রথমদিকে ব্যাপারটি বোঝা না গেলেও ট্রাফিক পুলিশদের অনুসন্ধানে মূল বিষয়টি জানা যায়।

বর্তমানে সে ল্যাবেই আছে এবং ল্যাবের প্রকৌশলীরা এই অনাকাংখিত ঘটনার কারণ অনুসন্ধান করছেন। তারা আইআর-৭৭ এর জন্য নতুন করে প্রোগ্রামিং কোড তৈরির কথা ভাবছেন।

intelligent-robot-escapes_2016-06-23_15-55-58-452x254২য় বার পালিয়ে রোবটটি প্রায় ১৬০ ফুট (৫০ মিটার) দুরত্বের পথ পাড়ি দেয়। এরপর তার ব্যাটারির চার্জ শেষ হয়ে যায়। ফলে সে তার শক্তি হারিয়ে রাস্তায় বিকল হয়ে পড়ে যায়। রাস্তায় রোবটটি বিকল হয়ে গেলে যানজটের সৃষ্টি হয়।

রোবটটির নির্মাতা ও ডিজাইনকারী প্রতিষ্ঠান প্রোমোবোট এরই মধ্যে রোবটটির পালিয়ে যাওয়ার বিস্তারিত বিবরণ তাদের নিজস্ব ব্লগ সাইটে প্রকাশ করেছেন। তবে আইআর-৭৭ এর এই অদ্ভুতভাবে পালানোর ব্যাপারটি অনেকেই সন্দেহের চোখে দেখছেন। তারা মনে করছেন, এটা হয়তো লোক দেখানো কোন বিষয়। প্রচার প্রচারণার জন্যই সম্ভবত তারা এমনটা করেছেন।

তবে ব্যাপারটি পূর্বপরিকল্পিত কিনা এ নিয়ে বিতর্ক থাকলেও,আখেরে লাভ প্রোমোবোটেরই হয়েছে। কারণ আইআর-৭৭ এর ২য়বার পলায়নের ব্যাপারটি মিডিয়াতে ব্যাপকভাবে আলোচিত হওয়ায় প্রোমোবোট সকলের দৃষ্টি আকর্ষণে সফল হয়েছে। রোবটটি পালানোর পর রাস্তায় যখন যানজট সৃষ্টি করে,তখন বিভিন্ন দিক থেকে বিভিন্ন কোণে এর ছবি ধারণ করা হয়। পরবর্তীতে সেই ছবিও কোম্পানির ব্লগে প্রকাশিত হয়। যা প্রযুক্তিবিদদের মাঝে ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

প্রোমোবোট তাদের ব্লগে জানিয়েছে,তাদের প্রকৌশলীরা বেশ কিছুদিন ধরে আইআর-৭৭ এর জন্য নতুন পজিশনিং সিস্টেম তৈরির চেষ্টা করছিলেন।যেটা তার চলাচলের সময় কোন ধরনের সংঘর্ষ এড়াতে স্বয়ংক্রিয়ভাবে তাকে সাহায্য করবে।কিন্তু পরীক্ষাটি চালানোর সময় ভূলবশত ল্যাবের গেট খোলা ছিল।যার ফলে পরীক্ষণের এক পর্যায়ে আইআর-৭৭ গেট দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় ও রাস্তায় বেরিয়ে পড়ে।এক সময় সে শক্তি হারিয়ে রাস্তার মাঝে পড়ে যায়।ফলে তীব্র যানজট সৃষ্টি হয়।যা প্রায় ৪০ মিনিট স্থায়ী ছিল।

আইআর-৭৭ এর এই পলায়নের ঘটনা আমাদেরকে এক কঠিন প্রশ্নের সম্মুখীন করে তুলেছে।ভবিষ্যতে এই কৃত্রিম বুদ্ধিমত্তার নিয়ন্ত্রণ করবে কারা? মানুষ নাকি রোবট? উত্তরটা হয়ত নির্ভর করছে আইআর-৭৭ এর ভবিষ্যত কার্যকলাপ এর উপর।

সূত্র : ডেইলি মেইল

পাঠকের মতামত

Comments are closed.