বাজার মাতাবে এইচপি এলিট এক্স২

লাইফস্টাইল ট্যাংক : মাইক্রোসফট সারফেস প্রো যারা দেখেছেন, তাদের পক্ষে এইচপি এলিট এক্স২ ট্যাবলেট কাম ল্যাপটপটির সুবিধা বোঝা সহজ। এটি এসেছে যেন মাইক্রোসফটের সারফেস প্রোর সঙ্গে প্রতিযোগিতা করতে। এইচপির এ ডিভাইসটি যেমন আকর্ষণীয় তেমন ব্যবহারও সুবিধাজনক। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে সিনেট।

একাধারে ট্যাবলেট ও ল্যাপটপ হিসেবে এইচপি এলিট এক্স২কে বর্ণনা করছেন বিশ্লেষকরা। কারণ এর রয়েছে সম্পূর্ণ আলাদা করে নেওয়ার উপযোগী স্ক্রিন। এতে ট্যাবলেট ডিভাইস হিসেবেই ব্যবহার করা যায়। আবার কিবোর্ড যোগ করলে একে ল্যাপটপ হিসেবে কাজ করা যায়।

hp-elite-x2এইচপির ১২ ইঞ্চি আকারের এই ট্যাবলেট কাম ল্যাপটপটিতে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ইউএসবি সি চার্জার ও অন্যান্য প্রয়োজনীয় সুবিধা। ব্যবহারকারীরা সহজেই এর ব্যাটারি, স্টোরেজ মডিউল, ওয়াইফাই চিপ ও রঙিন ডিসপ্লে পাল্টাতে পারবেন।

ডিভাইসটি বেশ মজবুত করেই বানিয়েছে এইচপি। এর স্ক্রিনে রাখা হয়েছে গোরিলা গ্লাস। এ ছাড়া এর বহিরাবরণ তৈরি হয়েছে মজবুত অ্যালুমিনিয়াম দিয়ে। এ উপকরণকে মিলিটারি গ্রেড হিসেবে বর্ণনা করেছে এইচপি। হাত থেকে পড়লে কিংবা এ ধরনের আঘাতে এর কিছু হবে না।
সিনেট জানিয়েছে, এইচপি এলিট এক্স২-এর সবচেয়ে ভালো দিক হলো এর স্লিম ও অসাধারণ ডিজাইন ও সুবিধাজনক কিবোর্ড। এ ছাড়া এতে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট রিডার, রিপ্লেসেবল যন্ত্রপাতি ও ডকিংয়ের সুবিধা। এটি খেলা ও কাজ উভয় ক্ষেত্রেই যথেষ্ট কার্যকর। তবে এর অসুবিধার মধ্যে রয়েছে টাচপ্যাড। এটি প্রায়ই বিভ্রান্তিকর ও অসংবেদনশীল হয়ে পড়ে। এ ছাড়া এর ব্যাটারি সারাদিন চলার উপযোগী নয়।

আর্থিক বিষয় চিন্তা করলে মাইক্রোসফট সারফেসের থেকে এইচপি এলিট এক্স২ সুবিধাজনক। এইচপি এলিট এক্স২-এর মূল্য রাখা হয়েছে ৮৯৯ ডলার।

পাঠকের মতামত

Comments are closed.