প্রাকৃতিক উপায়ে দূর করুন মশা

লাইফস্টাইল ট্যাংক : বর্ষাকালে যত্রতত্র জমে থাকা পানি ও নোংরা পরিবেশে মশা বংশ বিস্তার করে দ্রুত। ফলে বেড়ে যায় ডেঙ্গু জ্বরের প্রকোপ। ডেঙ্গু জ্বর থেকে রক্ষা পেতে সাবধানতা অবলম্বন করতে হবে এখন থেকেই। বিভিন্ন প্রাকৃতিক পদ্ধতিতেও দূর করতে পারেন মশা।

পানি জমতে দেবেন না
ফুলদানি বা অন্য কোনও পাত্রে পানি জমিয়ে রাখবেন না। অনেকদিনের জমে থাকা পানিতে মশা বংশবিস্তার করে। বাগান থাকলে কোথাও পানি জমে আছে কিনা সেদিকে লক্ষ রাখবেন।

মশার নেট ব্যবহার করুন
মশার অত্যাচার থেকে রক্ষা পেতে দরজা ও জানালায় নেট ব্যবহার করতে পারেন। বিশেষ করে বাসায় শিশু থাকলে বর্ষাকালে অবশ্যই নেট ব্যবহার করুন।

6MosquitoRepellingHerbs1দিনে মশারি টাঙ্গান
ডেঙ্গু মশা সাধারণত দিনেই কামড়ায়। তাই দিনের বেলা ঘুমানোর সময়ও মশারি ব্যবহার করা জরুরি।

পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন
ঘরবাড়ি পরিষ্কার রাখুন সবসময়। ময়লা আবর্জনা ফেলার পাত্র ঢেকে রাখবেন। বাথরুম অযথা ভেজা রাখবেন না।

তুলসি পাতা মশা দূর করে
জানালার পাশে তুলসি গাছ লাগাতে পারেন। এটি মশার বংশ বিস্তার রোধ করতে সাহায্য করে।
প্রাকৃতিক উপায়ে মশা তাড়ায় কর্পূর
প্রাকৃতিক উপায়ে মশা তাড়াতে পারে কর্পূর। ঘরের জানালা দরজা বন্ধ করে কর্পূরের ধোঁয়া দিন। ২০ মিনিট পর খুলে দিন জানালা। দূর হবে মশা। প্রতিদিন সকালে ও সন্ধ্যায় এই পদ্ধতিতে মশা তাড়াতে পারেন।

পাঠকের মতামত

Comments are closed.