যাদের ভালোবাসার মানুষ নেই তাদের ‘ভ্যালেন্টাইন’ ফেসবুক!

Valentines Day_Sohrawardi Uddan-38 - Copy - Copyভাগ্যিস ফেসবুক ছিল! তা না হলে কীভাবে কাটত আজ ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন দিবসে একা থাকা মানুষগুলোর সময়? একা মানুষগুলোর জন্য ভালোবাসা প্রকাশে ফেসবুকের মতো সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোই যে ভরসা।

আজ বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ফেসবুক, টুইটার আর স্ন্যাপচ্যাটকে ভ্যালেন্টাইন দিবসে সঙ্গী থেকে দূরে থাকা মানুষগুলো শুভেচ্ছাবার্তা পাঠানোর মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন।

মার্কিন প্রতিষ্ঠান সোয়াস্তার জরিপ অনুযায়ী, এ বছরে যুক্তরাষ্ট্রের ১৮ বছরের নিচে ৭৯ শতাংশ এবং প্রাপ্তবয়স্কদের মধ্যে ৭১ শতাংশ মানুষ কাউকে না কাউকে এবার ভ্যালেনটাইন দিবসের শুভেচ্ছা জানাবেন।

বাজার গবেষণা প্রতিষ্ঠান হ্যারিসপোল এ জরিপ চালায়। যুক্তরাষ্ট্রে অনলাইনে ১৮ বছরের ঊর্ধ্বে ২ হাজার ৪৬ জন ও ১৮ বছরের নিচে এক হাজার ১৫৮ জনের মধ্যে এই জরিপ চালানো হয়। জরিপে ৪০ শতাংশ প্রাপ্তবয়স্ক সঙ্গীহীন ব্যক্তি সামাজিক যোগাযোগের মাধ্যমে তাদের ভালোবাসার কথা জানাবেন।

সঙ্গী ছাড়া মানুষগুলোর সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ভরসা হলেও বিবাহিতদের জন্য এখনো প্রচলিত কার্ড দিয়ে শুভেচ্ছা বিনিময় করার চল রয়েছে।

পাঠকের মতামত

Comments are closed.