তরুনীর অন্যরকম ভালবাসা দিবস উদজ্জাপন (ভিডিও)

loveআব্দুর রাজ্জাক: আজকের এই দিনে তরুণ তরুণীরা সবাই ব্যস্ত যখন ভালবাসা আর প্রেম নিবেদন নিয়ে ঠিক তখনই আরেক ললনা ব্যস্ত হয়েছেন পথ শিশুদের মুখে একটু হাসি ফুটিয়ে তুলতে । তাদের সাথে কিছু সময় কাটানের জন্য হয়তো অনেক টা ঝামেলায় পড়তে হয়েছে তাকে।

সমাজে আমরা অনেক নামি দামি মানুষ দেখি কিন্তু সবাই তো আর এক না ঠিক তেমনি এই বোনটি তার ব্যতিক্রম। আজ হয়তো তার প্রিয়জন ছিল আর সেই প্রিয়জনে নিয়ে হয়তো বা এই পথশিশুদের সাথে একটু সময় শেয়ার করেছেন।

যে টা আপনার আমার মত লোক হয়তো পারবো না। আর সেই চাওয়া বা তাদের হক বলা যেতে পারে।

কারণ ইসলামে উল্লেখ আছে যে, নিজে যেমনটা পোশাক কিনবে ঠিক অন্যকে যদি কিছু দিতে হয় তাহলে আপনির নিজের পোশাকের দামে আরো একটি পোশাক তাকে দিতে হবে। তবেই আপনি আল্লাহর বান্দা বলে গণ্য হবেন। তাই আসুন আমরাও এই বোনটির মত সাহায্যের হাত বাড়িয়ে দেই।l1

l2

l3

পাঠকের মতামত

Comments are closed.