এই শীতে আপনার শুষ্ক ত্বককে নরম ও কোমল রাখুন ৭ উপায়ে

Skin_Newsshomoyশীতের সময় ত্বক অনেক বেশি রুক্ষ হয়ে যায়। এর ফলে ত্বকের লাবণ্যভাব নষ্ট হয়। তাই এ সময় চাই ত্বকের বাড়তি যত্ন। ঘরোয়া উপায়ে কীভাবে ত্বক নরম রাখবেন সে সম্বন্ধে কয়েকটি উপায়ের কথা বলা হয়েছে বোল্ডস্কাই ওয়েবসাইটের লাইফস্টাইল বিভাগে। আপনি চাইলে এই পরামর্শগুলো একবার দেখে নিতে পারেন।

অলিভ অয়েল
একটি বাটিতে তিন টেবিল চামচ অলিভ অয়েল, এক টেবিল চামচ নারকেল তেল একসঙ্গে মিশিয়ে প্রতিদিন মুখে হালকাভাবে ম্যাসাজ করুন। এতে শীতের সময় মুখের ত্বক নরম ও মসৃণ থাকবে।

অ্যালোভেরার রস
দিনে অন্তত দুইবার মুখে অ্যালোভেরার রস দিয়ে ম্যাসাজ করুন। এরপর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এতে ত্বকের শুষ্কতা দূর হবে।

কফির গুঁড়ো
গোসল করার সময় কফির গুঁড়ো পানিতে ভিজিয়ে মুখে হালকাভাবে ম্যাসাজ করুন। এবার পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এতে ত্বকের মরা কোষ দূর হয়ে ত্বক মসৃণ হবে।

স্টিম
শীতের সময় স্টিম নিলে তা ত্বককে নরম রাখে। গরম পানির স্টিম নিলে লোমকূপের মুখ খুলে যায় এবং ত্বকের ময়লা দূর হয়। এর ফলে ত্বকের রুক্ষতা কমে যায়।

ফলের খোসা
কমলা অথবা লেবুর খোসার গুঁড়ো তিন টেবিল চামচ ও পাঁচ টেবিল চামচ ঠান্ডা দুধ একসঙ্গে মিশিয়ে মুখে লাগিয়ে শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এতে ত্বকের শুষ্কতা অনেকাংশে কমে যাবে।

আখরোটের স্ক্রাব
আখরোট গুঁড়ো করে নিয়ে এর সঙ্গে মধু মিশিয়ে মুখে হালকাভাবে ম্যাসাজ করুন। এটি প্রাকৃতিক স্ক্রাবের কাজ করে। এটি শীতের সময় আপনার ত্বককে নরম রাখবে।

মধু ও দুধ
মধু ও দুধ একসঙ্গে মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। এই প্যাক মুখে লাগিয়ে কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। এতে ত্বকের শুষ্কতা দূর হয়ে ত্বক হয়ে উঠবে উজ্জ্বল ও প্রাণবন্ত।

পাঠকের মতামত

Comments are closed.