274774

পদ্মা সেতুর ঝুঁকি এড়াতে সরানো হচ্ছে ফেরিঘাট

পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কা এড়াতে বাংলাবাজার ফেরিঘাট সরানোর উদ্যোগ নিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।  আগামী এক থেকে দেড় মাসের মধ্যে বাংলাবাজার ফেরিঘাট স্থানান্তর হবে।  এরপর বাংলাবাজার-শিমুলিয়া রুটে রো রো ফেরি চলতে পারবে।

কয়েক দিনের ব্যবধানে পদ্মা সেতুর পিলারে চারবার ফেরির ধাক্কার ঘটনার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।

অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান সৈয়দ মো. তাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, পদ্মা সেতু এলাকা এড়াতে বাংলাবাজার ফেরিঘাট স্থানান্তরের সিদ্ধান্ত নিচ্ছে সরকার।  এটি শরীয়তপুরের জাজিরায় মাঝিরকান্দি ঘাটে নেয়া হবে।

চারদিনের ব্যবধানে আজ শুক্রবার পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে কাকলি নামে ছোট একটি ফেরির ধাক্কা লাগে।  সকাল পৌনে সাতটার দিকে মাদারীপুরের বাংলাবাজার থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

পদ্মা সেতুতে ফেরির ধাক্কা লাগায় শুক্রবার (১৩ আগস্ট) নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, হালকা আঘাত লাগলেও আমরা এটাকে হালকাভাবে দেখছি না।  চালকদের দায়িত্বে উদাসীনতার কারণগুলো খতিয়ে দেখা হচ্ছে।  পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

পাঠকের মতামত

Comments are closed.