272402

দর্শকপূর্ণ গ্যালারিতেই হবে কাতার বিশ্বকাপ

মহামারি আকারে ছড়িয়ে পরা করোনাভাইরাসের কারণে বিশ্বব্যাপী খেলা হচ্ছে দর্শকবিহীন মাঠে। ক্রিকেট, ফুটবলসহ সব খেলাই আয়োজিত হচ্ছে ফাঁকা স্টেডিয়ামে। লিগ, টুর্নামেন্ট বা অন্যান্য ম্যাচ এভাবে আয়োজিত হলেও বিশ্বকাপ হবে দর্শকপূর্ণ গ্যালারিতে, এমন কথাই জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কাতার বিশ্বকাপ সম্পর্কে কথা বলেন ইনফান্তিনো। সেখানে ফিফা আশা প্রকাশ করে বলেছেন, টিকা প্রয়োগের মাধ্যমে ২০২২ সালের মাঝেই করোনাকে হারানো সম্ভব হবে। তখন বিশ্বকাপ হবে দর্শকপূর্ণ গ্যালারিতে।

এ বিষয়ে ইনফান্তিনো বলেন, আমি খুবই আত্মবিশ্বাসী যে বিশ্বকাপের মাধ্যমে আমরা বিশ্বকে আবারো এক সুঁতোয় গাঁথতে পারবো। আমরা পুনরায় গ্যালারিতে আগের মতো উল্লাস করতে পারবো। আমি বিশ্বাস করি, করোনাকে হারিয়ে ২০২২ কাতার বিশ্বকাপ হবে দর্শকপূর্ণ মাঠে।

ইনফান্তিনো এটাও জানিয়েছেন যে, কোনোভাবেই সাধারণ মানুষদের চেয়ে অ্যাথলেটদের করোনার টিকাদানের ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া ঠিক হবে না। আগে স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা নিশ্চিত করে তারপর অন্য দিক নিয়ে ভাবা উচিত বলে মনে করেন তিনি।

উল্লেখ্য, ২০২২ কাতার বিশ্বকাপ অনুষ্ঠিত সে বছরের ২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।

পাঠকের মতামত

Comments are closed.