264180

এশিয়ার সেরা ছবির তালিকায় শুভ-ঋতুপর্ণার ‘আহা রে’

মুসফিরাহ হাবীব: [২] এশিয়ার সেরা ২৫ ছবির তালিকায় জায়গা করে নিয়েছে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ও বাংলাদেশের নায়ক আরিফিন শুভ অভিনীত ছবি ‘আহা রে’। খাদ্যবিষয়ক গল্পের এ ছবির নির্মাতা রঞ্জন ঘোষ। আর ছবিটি নির্মিত হয়েছে ঋতুপর্ণার প্রযোজনায়।

[৩] ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ‘এশিয়ান মুভি পালস’-এর এই ২৫টি খাদ্য বিষয়ক সেরা ছবির তালিকায় জুজো ইতামির ‘তামপোপো’ এবং অ্যাং লি’র ‘ইট ড্রিংক ম্যান উওম্যান’-এর মতো ছবিও রয়েছে। সেখানে ‘আহা রে’র অন্তর্ভূক্তি নিঃসন্দেহে বড় ব্যাপার।

৪] এ খবরে উচ্ছ্বাস প্রকাশ করে ঋতুপর্ণা বলেন, “বিশ্ব এখন মন্দ সময় পার করছে। এর মধ্যে এ ছবি সেরার তালিকায় উঠে আসা নি:সন্দেহে আনন্দের বিষয়। ছবিটি নির্মাণের পর বিভিন্ন দেশ ও ফিল্ম ফেস্টিভ্যালে পাঠানো হয়েছিল। সব জায়গায় ছবিটি সমাদৃত হয়েছে।” ওদিকে, আরিফিন শুভও বলেন, “এই সংকটময় সময়ে এমন খবর শুনে ভালো লাগছে। আমার অভিনয় ক্যারিয়ারের ভিন্ন ধরনের একটি ছবি এটি। আগেও ছবিটি বিভিন্ন উৎসবে প্রশংসিত হয়েছে।”

[১] গায়িকা কণিকার কারণে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের ঘুম হারাম ≣ [১] তালেবানের সঙ্গে শান্তিচুক্তির পরও এর বাস্তবায়ন নিয়ে শঙ্কা কাটেনি যুক্তরাষ্ট্রের ≣ সিটি ভোটে ভোটার অনুপস্থিতির অনেক ব্যাখ্যাই চোখে পড়লো, আফসোস, সত্যিটা কেউ বলতেই পারলো না
[৫] কলকাতার এক রাঁধুনী আর বাংলাদেশের এক বিখ্যাত শেফের খাবারের সূত্রে প্রেম জমেছে ‘আহা রে’ ছবিতে। দুই বাংলার রান্না খাবারকে ছবিতে তুলে ধরা হয়েছে এবং খাবারের সূত্রেই এপার বাংলার হিন্দু রাঁধুনী ও ওপার বাংলার মুসলিম শেফ পরস্পরকে আবিষ্কার করেছে।

সূত্র : আমাদের সময়

পাঠকের মতামত

Comments are closed.