259459

পর্ন তারকাদের অ্যাকাউন্ট ডিলিট হচ্ছে ইন্সটাগ্রাম থেকে

ডেস্ক রিপোর্ট : এবছর প্রায় শতাধিক পর্ন স্টার ও যৌন কর্মীর অ্যাকাউন্ট মুছে ফেলেছে জনপ্রিয় সোশাল মিডিয়া ইন্সটাগ্রাম। বলা হচ্ছে, সোশাল মিডিয়াটির কমিউনিটি স্ট্যান্ডার্ড বা রীতি নীতি ভঙ্গ করে নগ্ন চিত্র কিংবা যৌনতার বিভিন্ন ছবি পোস্ট দেয়ায় এসব অ্যাকাউন্ট মুছে দেয়া হয়েছে। বিবিসি

পর্ন তারকারা বলছেন, মূলধারার মডেল ও সেলিব্রিটিদের সাথে তুলনা করলে তারা বৈষম্যের শিকার হচ্ছেন। বেশিরভাগ পর্ন তারকাই তাদের ভিডিও প্রচারণা ও বিজ্ঞাপনের জন্য ইন্সটাগ্রামের মতো সোশাল মিডিয়া ব্যবহার করে থাকেন। তাই সেখানে অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেলে তারা বড় একটা বাজার হারিয়ে ফেলছেন।

তাদের অভিযোগ “এই বৈষম্যের কারণ হচ্ছে জীবিকার জন্যে আমরা যা করছি, সেটা তাদের পছন্দ নয়। মূলধারার সেলিব্রিটিরা তাদের চাইতেও অনেক বেশি খোলামেলা ছবি পোস্ট করে থাকেন। কিন্তু তাদের ওপর কোন ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হয় না। কোন একজন ব্যক্তি বা এক দল ব্যক্তি মিলে তাদের অ্যাকাউন্টের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে। তাদের পরিষ্কার উদ্দেশ্য আমাদের অ্যাকাউন্ট ডিলিট করানো। আমরা এরকম ১,৩০০ জনেরও বেশি পর্ন তারকার একটি তালিকা তৈরি করেছে যাদের অ্যাকাউন্ট ইন্সটাগ্রামের মডারেটর মুছে দিয়েছে।”

তিনি জানান, এবিষয়ে ইন্সটাগ্রাম কর্তৃপক্ষের সাথে গত জুন মাসে তাদের একটি বৈঠকও হয়েছিলো। সেই আলোচনা ফলপ্রসূ হয়নি এবং পর্ন তারকাদের অ্যাকাউন্ট মুছে ফেলা অব্যাহত রয়েছে।

ইন্সটাগ্রামের একজন মুখপাত্র জানান, বিভিন্ন ধরনের মানুষ এই মাধ্যমটি ব্যাবহার করছে। বিশেষ করে তরুণরা এই মাধ্যমটি বেশি ব্যাবহার করে থাকে। সেকারণে নগ্নতা ও যৌনতার বিষয়ে কিছু নিয়ম কানুন মেনে চলতে হয় আমাদেরকে, যাতে করে সবাই এটা দেখতে পারে।

তিনি জানান, ফেসবুকের সর্বশেষ কমিউনিটি গাইডলাইন অনুসারে, সেখানে কোন ব্যবহারকারী নগ্ন ছবি চাইতে ও দিতে পারে না, যৌনতা সম্পর্কিত কনটেন্টও ব্যবহার করতে পারে না।

পাঠকের মতামত

Comments are closed.