258566

ঝালমুড়িতে পিয়াজের বদলে পেঁপে, ফেসবুকে ভাইরাল

সারাদেশের বিভিন্ন হাট-বাজারে পাল্লা দিয়ে বাড়ছে পেঁয়াজের দাম। গত ২৪ ঘণ্টায় কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে ৪০ থেকে ৫০ টাকা। এক মণ ধান বিক্রি করেও মিলছে না দুই কেজি পেঁয়াজ।

পেঁয়াজের লাগামহীন দাম বাড়ায় কৃষক ও নিম্ন আয়ের মানুষদের মাঝে বাড়ছে হতাশা। এভাবে দাম বাড়লে হয়তো আর রান্নায় পেঁয়াজ ব্যবহার করতে পারবেন না তারা। এতদিন ঝালমুড়ির সঙ্গে পিয়াজ দিলেও দাম বাড়ার কারণে তাও দিতে পারছেন না ঝালমুড়ি বিক্রেতারা।

রাজধানীর সড়কে জাফর মিয়া নামে এক ঝালমুড়ি বিক্রেতাকে পেঁপে কাটতে দেখা যায়। পিয়াজের দাম ২৩০ টাকা কেজি হওয়ায় তিনি ঝালমুড়িতে পেঁপে দিচ্ছেন।

তিনি কি সত্যিই পিয়াজের বদলে পেঁপে দিয়ে ঝালমুড়ি বানাচ্ছেন কিনা সেটার প্রকৃত তথ্য উদঘাটন করা যায়নি। তবে পিয়াজের বদলে পেঁপে দিয়ে ঝালমুড়ি বানানোর ছবিটি ইতিমধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে।

পাঠকের মতামত

Comments are closed.