257417

স্বপ্ন সুপারশপের নামে ভুয়া অফার

বাংলাদেশের সর্ববৃহৎ সুপারশপ চেইন ‘স্বপ্ন’ এর নাম ব্যবহার করে কিছু অসাধুচক্র নকল শপিং অফার বা কুপন অনলাইন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছে। এ ধরণের জাল অফারের সাথে ‘স্বপ্ন’ এর কোন সংশ্লিষ্টতা নেই এবং অফারগুলোতে অংশ নিয়ে কিংবা লিংকে ক্লিক করে যেকোন ধরণের ক্ষতির সম্মুখীন না হবার জন্য ক্রেতাসাধারনকে অনুরোধ করেছে ‘স্বপ্ন’।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) প্রতিষ্ঠানটির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এ ধরনের জাল অফারের সঙ্গে ‘স্বপ্ন’ এর কোনো সংশ্লিষ্টতা নেই এবং অফারগুলোতে অংশ নিয়ে কিংবা লিংকে ক্লিক করে যেকোনো ধরনের ক্ষতির সম্মুখীন না হওয়ার জন্য সম্মানিত ক্রেতাসাধারণকে অনুরোধ করা হচ্ছে। এ অসাধু কার্যক্রমের মাধ্যমে কোনো ক্রেতা ক্ষতির সম্মুখীন হলে স্বপ্ন কোনো দায়ভার নেবে না।

স্বপ্ন তার ক্রেতাসাধারণের স্বার্থ সংরক্ষণে সর্বদা সচেতন, তাই এসব অসাধুচক্রের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কার্যক্রম এরই মধ্যে শুরু হয়েছে। ‘স্বপ্ন’ সম্পর্কিত সঠিক অফার/প্রমোশন জানতে ফেসবুক পেইজ https://www.facebook.com/Shwapno.ACILL/ কিংবা আমাদের ওয়েবসাইট WWW.SHWAPNO.COM অনুসরণ করতে সম্মানিত ক্রেতাসাধারণকে অনুরোধ করা হচ্ছে।

পাঠকের মতামত

Comments are closed.