219981

কাঁদলেন তাসকিন (ভিডিও)

অনলাইন সংস্করণঃ- আসন্ন বিশ্বকাপ সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই স্কোয়াডে জায়গা হয়নি পেসার তাসকিন আহমেদের। বিশ্বকাপের মতো বড় মঞ্চের জন্য দলে জায়গা পাওয়ার প্রতীক্ষায় থাকেন প্রত্যেক ক্রিকেটার। কিন্তু দীর্ঘদিন অফফর্ম এবং ইনজুরি কাটিয়ে বিপিএলে দুর্দান্ত পারফর্মেন্স করলেও শেষ পর্যন্ত তাসকিনের জায়গা হলো না বিশ্বকাপে। বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার সময় ছিলেনও না তাসকিন আহমেদ।

আজ মঙ্গলবার দুপুরে মিরপুরে শেরে বাংলা স্টেডিয়ামে যান তাসকিন আহমেদ। সেখানে সাংবাদিকদের সঙ্গে বিশ্বকাপ নিয়ে কথা বলতে গিয়ে এক পর্যায়ে কেঁদে ফেলেন তিনি।

তাসকিন বলেন, ‘আমার কিছু বলার নাই। তারা (নির্বাচক) যা ভালো মনে করেছে তাই করেছে। এই আড়াই মাস আমি যা কষ্ট করেছি, আমি আর কখনো এমন কষ্ট করি নাই।’

তাসকিন প্রসঙ্গে দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘আমরা ওকে নিয়ে অনেক দিন থেকেই চিন্তা করছি। সে কিন্তু ২০১৭ সালের ২২ অক্টোবর সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশের হয়ে। ওটার পরে কিন্তু আমরা যখন ওকে নিউজিল্যান্ড সফরের জন্য চিন্তাভাবনা করেছিলাম তখন আবার ইনজুরিতে পড়ে গিয়েছে। এখন পর্যন্ত সে পুরোপুরি ফিট না। সেই হিসেবে আমরা তাকে স্কিল ফিট হিসেবে পাচ্ছি না।’

তিনি বলেন, ‘সে ঘরোয়া লীগে একটি ম্যাচে খেলেছে স্কিল ফিট হিসেবে। কিন্তু তার ফিটনেস শতভাগ নয়। তবে এখনও সময় আছে। আয়ারল্যান্ড সফরে আমাদের ১৭ জন সদস্য যাচ্ছে। এর মধ্যে ও যদি পুরো ফিট হয়ে যায় এবং দরকার হয় তাহলে ওকে আমরা ব্যাকআপ হিসেবে রাখবো।’

প্রধান নির্বাচক বলেন, ‘আমাদের যে ২০ জনের পুল আছে সেখানে ও আছে। টিম ম্যানেজমেন্ট একটি কম্বিনেশন চাচ্ছিলো ডান এবং বাম হাতি টপ অর্ডারের। সেটি বিবেচনা করেই তাকে রাখা হয়েছে।’

এর আগে দুপুরে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে মাশরাফি বিন মোর্ত্তজার নেতৃত্বে ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। সঙ্গে ছিলেন নির্বাচক হাবিবুল বাশার সুমন ও আকরাম খান। ইনজুরি বিশ্বকাপ স্বপ্ন কেড়ে নিয়েছে ডানহাতি ফাস্ট বোলার তাসকিন আহমেদের। তবে সবাইকে চমকে দিয়ে নির্বাচকরা স্কোয়াডে রেখেছেন আবু জায়েদ রাহীকে।

https://www.facebook.com/amadersomoy/videos/2327173064231596/

 

সূত্র দৈনিক আমাদের সময়ঃ

পাঠকের মতামত

Comments are closed.