275746

হানিমুনে গিয়েও জনি আমাকে মেরেছে: কাঁদতে কাঁদতে আদালত কে বললেন আম্বার

মানহানির মামলায় সাক্ষ্য দিতে গিয়ে সাবেক স্বামী জনি ডেপকে মাদক ও হিংসায় জর্জরিত একজন মানুষ হিসেবে তুলে ধরেছেন আম্বার হার্ড। তারকা হয়েও পারিবারিক সহিংসতার শিকার হয়েছেন দাবি করে পত্রিকায় নিবন্ধ লেখায় তাঁর বিরুদ্ধে ৫০ মিলিয়ন মার্কিন ডলারের মানহানির মামলা করেছিলেন ‘পাইরেট অব দ্য ক্যারিবিয়ান’ তারকা জনি ডেপ।  স্ত্রীর গায়ে হাত তোলার বিষয়টিও বারবার অস্বীকার করেছেন তিনি। 

একটি বিরতির পর পঞ্চম সপ্তাহের জন্য ভার্জিনিয়ার এক আদালতে আবার শুরু হয়েছে মামলার শুনানি।  শেষবার জনির সাক্ষ্য নেওয়া হয়।  এবারে আম্বারের কথা শোনার পালা।  গতকাল সোমবার কাঁদতে কাঁদতে আম্বার আদালতে বিচারকদের বলেছেন, জনির সঙ্গে থাকলে এত দিন তিনি বাঁচতেন না।  তিনি বলেন, ‘আমি এতটাই ভয় পেয়েছিলাম যে সংসারটা খুব বাজেভাবে ভেঙে গেল। যদিও আমি তাঁকে ছাড়তে চাইনি, কারণ আমি সত্যিই তাঁকে খুব ভালোবাসতাম।’

জনির বিরুদ্ধে আম্বারের একই অভিযোগ, তিনি শারীরিক নির্যাতন করতেন। সোমবার তিনি জানান, ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে বিয়ের পর হানিমুনে যাওয়ার পথে ওরিয়েন্ট এক্সপ্রেস ট্রেনে ভ্রমণের সময়ও জনি তাঁকে মেরেছেন।  আম্বার বলেন, ‘তিনি আমার ঘাড় ধরে অনেকক্ষণ আমাকে গাড়ির সঙ্গে চেপে ধরেছিলেন।  মনে হচ্ছিল সেদিনই আমাকে মেরে ফেলবেন।  ভীষণ ভয় পেয়েছিলাম, কিন্তু বিশ্বাস হচ্ছিল না যে তিনি আমাকে মেরে ফেলতে পারেন।’

পাঠকের মতামত

Comments are closed.