275652

স্বামীর সেবা করার জন্য দায়িত্ব ছাড়লেন বেলজিয়ামের উপ-প্রধানমন্ত্রী

বেলজিয়ামের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সোফি উইলমস তার স্বামীকে সেবা করার জন্য দায়িত্ব ছেড়েছেন। বেলজিয়ামের সংবাদ মাধ্যম ব্রাসেলস টাইমস বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, সোফির স্বামী ব্রেইন ক্যান্সারে আক্রান্ত।  এই দুঃসময়ে স্বামীর পাশে থাকতে  চান তিনি। তাই অসুস্থ স্বামীর সেবাযত্ন করার জন্য সাময়িকভাবে দায়িত্ব ছেড়েছেন সোফি।

সামাজিক যোগাযেোগ মাধ্যমে একটি আবেগপূর্ণ প্রেস বিজ্ঞপ্তিতে তিনি কোন পরিস্থিতিতে কাজ থেকে বিরতি নিয়ে বাধ্য হয়েছেন তার বিস্তারিত বর্ণনা দেন। 

বিবৃতিতে তিনি বলেন, দুর্ভাগ্যবশত জীবন কখনো কখনো দুঃখজনক বাঁকে মোড় দেয়।  আজ, হঠাৎ করেই আমাদের জীবনে প্রবেশ করেছে অসুস্থতা, বিশেষ করে আমার স্বামী ক্রিস্টোফারের জীবনে।  তিনি আরও অনেকের মতো মারাত্মক ব্রেইন ক্যান্সারের সঙ্গে লড়ছেন। 

কঠিন এই সময় তার দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রভাব ফেলবে।  তাই সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যহতি নিচ্ছেন বলে জানিয়েছেন তিনি।

সোফি ২০১৯ এবং ২০২০ সালের মধ্যবর্তী সময়ে বেলজিয়ামের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।  দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রীও ছিলেন তিনি।

 

 

পাঠকের মতামত

Comments are closed.