275640

ভাড়ার তালিকা না থাকায় ৮ বাস কাউন্টারকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার

দূরত্ব উল্লেখ করে নির্ধারিত ভাড়ার তালিকা না রাখায় কল্যাণপুর ও গাবতলীতে আটটি বাস কোম্পানির কাউন্টারকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

জরিমানা হওয়া সবগুলোই ঢাকায় দূরপাল্লার বাসের পরিবহণ কোম্পানি।  এগুলো হলো – মানিক ট্রাভেলস, চাঁপাই ট্রাভেলস, হানিফ এন্টারপ্রাইজ, গ্রামীণ পরিবহণ, এইচআর ট্রাভেলস ও ঈগল পরিবহণ।  অধিদপ্তরের একাধিক দল রোববার দিনভর অভিযান চালিয়ে এ জরিমানা করে। 

অধিদপ্তরের পরিচালক মনজুর মো. শাহরিয়ার গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করছেন।

তিনি বলেন, ঈদে ঘরমুখো যাত্রীদের যাতে হয়রানি না করা হয়, সেজন্য আমরা সতর্কতামূলক এই অভিযান পরিচালনা করেছি। ভাড়ার তালিকা প্রদর্শন না করায় কাউন্টারগুলোকে সতর্কতামূলক ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।   আজ এ জরিমানা তাদের জরন্য ওয়ার্নিং।   তাদেরকে বলে দিয়ে এসেছি যে, পরবর্তীতে কোনো ধরনের অনিয়ম দেখলে জরিমানার পরিমাণ বেড়ে যাবে।  এমনকি আমরা ওই প্রতিষ্ঠান বন্ধও করে দিতে পারি।

যাত্রীর চাপ বেড়ে গেলে ভাড়া নিয়ে কোনো ধরনের কারসাজি যাতে না হয়, সে বিষয়ে অধিদপ্তর বেশ সতর্ক বলে জানান মনজুর মো. শাহরিয়ার। 

 

পাঠকের মতামত

Comments are closed.