275562

আর্তনাদ করে ইউক্রেনের সেনারা জানাল, ‘আজ জীবনের শেষ যুদ্ধ’

ইউক্রেনের মারিউপোলে যুদ্ধরত ৩৬ মেরিন ব্রিগেড সোমবার এক ফেসবুক পোস্টে জানিয়েছে, তারা হয়ত আজই রাশিয়ানদের বিরুদ্ধে শেষ যুদ্ধ করবে।  কারণ তাদের গোলাবারুদ ফুরিয়ে আসছে।  কাতর ও ভয়ার্ত সুরে ৩৬ মেরিন ব্রিগেড জানিয়েছে, যে সেনারা এখনো বেঁচে আছে তাদের মধ্যে কয়েকজন হয়ত মারা যাবে।  আর কিছু রুশদের হাতে ধরা পড়বে। 

৪৭ দিন ধরে মারিউপোল বন্দর নিজেদের দখলে রাখলেও বন্দর রক্ষার দায়িত্বে থাকা এই ব্রিগেডটি জানিয়েছে, এতদিন তারা সম্ভব ও অসম্ভব যা আছে তার সবাই করেছে।  কিন্তু এখন রুশ সেনারা তাদের পিছু হটিয়ে দিয়েছে ও ঘিরে ধরেছে।

এ ব্যাপারে বিস্তারিত জানিয়ে ৩৬ মেরিন ব্রিগেড ফেসবুকে লিখেছে, শত্রুরা ধীরে ধীরে আমাদের পেছনে ঠেলে দিচ্ছে, আগুন দিয়ে আমাদের ঘিরে ফেলছে আর এখন আমাদের ধ্বংস করে দিতে চাচ্ছে।

তারা আরও জানায়, ব্রিগেডের প্রায় অর্ধেক সেনা আহত হয়েছে।  যাদের অঙ্গহানি হয়নি তারা আবার যুদ্ধে ফিরে এসেছে। সেনারা সব মারা গেছে এখন আর্টিলারি ম্যান, বিমান বিধ্বংসী গানার, রেডিও অপারেটর, ড্রাইভার ও বাবুর্চিরা যুদ্ধ করছে।

৩৬ মেরিন বিগ্রেড অভিযোগ করেছে, সেনাবাহিনীর কাছ থেকে তারা আর কোনো সহায়তা পাচ্ছে না।  এদিকে ইউক্রেনে হামলা করার শুরু থেকেই মারিউপোলে হামলা করে যাচ্ছে রাশিয়া।  মুহুর্মুহু গোলাবর্ষণে শহরটি বলতে গেলে ধ্বংসই হয়ে গেছে।  কিন্তু এর নিয়ন্ত্রণ নিতে এখনো হামলা চালিয়ে যাচ্ছে রুশ সেনারা।

সূত্র: দ্য গার্ডিয়ান

 

পাঠকের মতামত

Comments are closed.