275540

কেন এমন হলো, তদন্ত করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মুন্সিগঞ্জে গ্রেফতার স্কুলশিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডলের সঙ্গে কেন এমন হলো, তা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।  স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হৃদয় চন্দ্র মণ্ডলের প্রতি কেনোরকম অবিচার করা হবে না।  শনিবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিলে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কে হিন্দু, কে মুসলিম সেটা বিষয় নয়। সবাই আমাদের কাছে সমান।  স্কুলশিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডলের প্রতি অবিচার করা হবে না।  শান্তি শৃঙ্খলা বজায় রাখতে যা যা করা প্রয়োজন তাৎক্ষণিকভাবে করা হয়েছে।  হৃদয় মণ্ডলের পরিবারের সুরক্ষার ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে শিক্ষক হৃদয় মণ্ডল গ্রেফতারের ঘটনায় নিজের অভিমত তুলে ধরেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।  শনিবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, ‘ধর্মীয় অনুভূতিতে আঘাতের অজুহাতে একজন শিক্ষকের বিরুদ্ধে যা করা হয়েছে- তা দুঃখজনক।  আমরা আমাদের পদ্ধতিতে বিষয়টি দেখছি।’

দীপু মনি বলেন, ‘আমার কাছে এটা মনে হচ্ছে যে আমাদের আশপাশের অনেক দেশে অস্থিরতা বিরাজ করছে।  বাংলাদেশ শান্তিতে আছে এই শান্তিটা কারো কারো হয়ত পছন্দ হচ্ছে না।’

প্রসঙ্গত, গত ২০ মার্চ মুন্সীগঞ্জ সদর উপজেলার বিনোদপুর রাম কুমার উচ্চবিদ্যালয়ে বিজ্ঞান ও গণিতের শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডল দশম শ্রেণিতে বিজ্ঞান পড়ানোর সময় প্রসঙ্গক্রমে শিক্ষার্থীর প্রশ্নে ধর্ম নিয়ে কথা বলেন।  ওই সময় কয়েকজন শিক্ষার্থী তার কথাগুলো রেকর্ড করে।  পরে ধর্ম নিয়ে ‘আপত্তিকর’ কথা বলার অভিযোগ তুলে এলাকায় শিক্ষক হৃদয় মণ্ডলের বিক্ষোভ শুরু করা হয়।  পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে শিক্ষক হৃদয় মণ্ডলকে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ তাদের নিরাপত্তা হেফাজতে নেয়।

পাঠকের মতামত

Comments are closed.