275442

‘রাসায়নিক অস্ত্রের ব্যবহার যুদ্ধের ধরন পুরোপুরি বদলে দেবে’

ন্যাটো জোটের প্রধান জেনস স্টলটেনবার্গ বুধবার সতর্ক করে বলেছেন, রাশিয়া  রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে তা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য হবে এবং ইউক্রেন ‘যুদ্ধের ধরন পুরোপুরি বদলে দেবে’।  মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন। 

বৃহস্পতিবার ব্রাসেলেসে অনুষ্ঠিতব্য ন্যাটো সম্মেলনের প্রাক্কালে তিনি সতর্ক করে আরও বলেন, রাসায়নিক অস্ত্রের ব্যবহার হবে ‘আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং এর সুদূরপ্রসারী পরিণতি ভোগ করতে হবে।’

আন্তর্জাতিক বিশ্লেষকদের ধারণা আলোচনায় সমাধান না হলে চূড়ান্ত হামলা চালাতে পারেন পুতিন।  মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একই ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, ইউক্রেনের কাছে জৈব এবং রাসায়নিক অস্ত্র রয়েছে বলে মিথ্যা অভিযোগ তুলছে রাশিয়া।  তিনি আরও বলেন, এটাই ‘পরিষ্কার ইঙ্গিত’ যে মরিয়া ভ্লাদিমির পুতিন নিজেই সেগুলো ব্যবহারের কথা বিবেচনা করছেন।  ইউক্রেনে পুতিনের দেয়ালে পিঠ ঠেকে গেছে বলেও মন্তব্য করেন বাইডেন।

বাইডেন বলেন, ক্রেমলিনের প্লেবুকে ‘মিথ্যা-পতাকা অপারেশন’ অন্তর্ভুক্ত করা হয়েছে।  ইউক্রেনে জৈবিক পরীক্ষাগার চালানোর জন্য আমেরিকাকে অভিযুক্ত করে পুতিন এই আশঙ্কা জাগিয়েছেন যে তিনি তার সেনাদের দিয়ে রাসায়নিক বা জৈবিক অস্ত্র ব্যবহারের জন্য স্থল প্রস্তুত করছেন।  অতীতে তিনি রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছেন এবং সামনে কী হতে যাচ্ছে তা নিয়ে আমাদের সতর্ক থাকা উচিত। 

বাইডেন বলেন, ‘পুতিন জানেন সম্মিলিত ন্যাটো জোটের কারণে মারাত্মক পরিণতি হবে।’ 

এর আগে যুক্তরাষ্ট্র ও মিত্ররাও বারবার বলে এসেছে, রাশিয়া এ ধরনের অস্ত্র ব্যবহারে এগিয়ে এলে এর পরিণতি ভালো হবে না।

 

পাঠকের মতামত

Comments are closed.