275446

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে চেচেন নেতা রমজানের ভূমিকা নিয়ে প্রশ্ন!

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে রুশ অভিযান শুরুর মাত্র দুইদিন পর চেচেন রিপাবলিকের প্রেসিডেন্ট রমজান কাদিরভ নিজের বাহিনী নিয়ে মস্কোর পক্ষে যুদ্ধে যোগ দেওয়ার ঘোষণা দেন।  তবে চেচেন যোদ্ধাদের দুর্ধর্ষ বলে খ্যাতি থাকলেও এই যুদ্ধে এ পর্যন্ত তাদের তেমন কোনো তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে দেখা যায়নি বলে পর্যবেক্ষকরা জানিয়েছেন। 

বরং ইউক্রেনে তাদের উপস্থিতি একটি প্রচারণার অংশ বলেই মনে হচ্ছে বলে পর্যবেক্ষকরা জানিয়েছেন।  এসব প্রচারণার মধ্যে কাদিরভের নিজস্ব রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং ক্রেমলিনের প্রোপাগান্ডা, দুটোই রয়েছে বলে পর্যবেক্ষকদের ধারণা। 

তবে রাশিয়ার সেনাবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চেচেন যোদ্ধাদের লড়াই এর নামা এই প্রথম নয়।  এর আগে ২০০৮ সালে জর্জিয়ার বিরুদ্ধে যুদ্ধেও অংশ নেন চেচেন যোদ্ধারা।  এছাড়া ২০১৪-১৫ সালে ইউক্রেনে প্রথম দফায় রুশ হামলা এবং সিরিয়া যুদ্ধেও রুশ বাহিনীর সঙ্গে চেচেন যোদ্ধাদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। 

রমজাম কাদিরভের বাবা ছিলেন চেচনিয়ার সাবেক প্রেসিডেন্ট আখমাদ কাদিরভ।  আখমাদ আততায়ীর হাতে নিহত হওয়ার তিন বছর পর ২০০৭ সালে ক্ষমতায় আসে রমজান কাদিরভ।  কাদিরভের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে ২০১৭ সালে তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। 

অবশ্য চেচনিয়ায় কাদিরভের দমন-পীড়নের ব্যাপারে মস্কো খুব সামান্য প্রতিক্রিয়া দেখিয়েছেন।  রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ভালো সম্পর্কই এর কারণ বলে  রাশিয়ান সাংবাদিক এবং রাজনৈতিক ভাষ্যকার কনস্ট্যান্টিন ফন এগারট জানিয়েছেন। 

ইউক্রেনে চেচেন সেনা মোতায়েন ক্রেমলিনের প্রতি রমজান কাদিরভের আনুগত্যের আরেকটি প্রমাণ বলেই মনে হচ্ছে। রমজান ২৬ ফেব্রুয়ারি অনলাইনে পোস্ট করা এক  ভিডিওতে বলেছিলেন, পুতিন সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এবং আমরা যেকোনো পরিস্থিতিতে তার আদেশ পালন করব।

যদিও কাদিরভ দাবি করেছেন, চেচেন বাহিনী ইউক্রেনের বিরুদ্ধে লড়াইয়ে অংশ নিচ্ছে।  তবে তার এই দাবিকে রুশ-সমর্থিত বিচ্ছিন্নতাবাদী এবং কিছু পর্যবেক্ষক চ্যালেঞ্জ করেছেন।

সোশ্যাল মিডিয়ায় ১৫ মার্চের একটি পোস্টে, দোনেৎস্কে রাশিয়ান-সমর্থিত বিচ্ছিন্নতাবাদী বাহিনীর সাবেক কমান্ডার ইগর গিরকিন বলেছিলেন, চেচেন সৈন্যরা মারিউপোলের লড়াইয়ে অংশ নেয়নি।  ১৬ মার্চের একটি সাক্ষাৎকারে দোনেৎস্ক বিচ্ছিন্নতাবাদী বাহিনীর অংশ ভোস্টক ব্যাটালিয়নের কমান্ডার আলেকজান্ডার খোদাকভস্কিও বলেন, চেচেন সৈন্যরা মারিউপোলে তেমন রণসরঞ্জাম নিয়ে আসেনি। 

গবেষণা প্রতিষ্ঠান কনফ্লিক্ট ইন্টালিজেন্স টিমের প্রতিষ্ঠানা রুসলান লেভিইভও আলেকজান্ডার খোদাকভস্কির সঙ্গে সুর মিলিয়ে বলেছেন, তাদের কাছে থাকা তথ্যে তারা ইউক্রেনে চেচেন যোদ্ধাদের লড়াইয়ের কোনো প্রমাণ পাননি।  এসব কিছু বিবেচনা করে ইউক্রেন যুদ্ধে রমজান কাদিরভ এবং তার নেতৃত্বাধীন চেচেন বাহিনীরর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।

সূত্র: আল জাজিরা।

 

 

পাঠকের মতামত

Comments are closed.