275254

‘পুতিন ক্ষমতায় থাকতে কূটনৈতিক সমাধান কোনোভাবেই সম্ভব নয়’

ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদীদের দখলকৃত দুইটি অঞ্চলকে ‘স্বাধীন রিপাবলিক’ হিসেবে স্বীকৃতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।  পশ্চিম দেশগুলো পুতিনের এমন সিদ্ধান্তে অগ্নিশর্মা।

রুশ-ইউক্রেন সংকট তীব্রতার মধ্যে যুক্তরাজ্যের সাবেক রুশ রাষ্ট্রদূত পুতিন সম্পর্কে  বিস্ময়কর তথ্য দিলেন।  তিনি বলেছেন, পুতিন ক্ষমতায় থাকতে রাশিয়ার সঙ্গে কূটনৈতিকভাবে ইউক্রেন সংকট সমাধান সম্ভব নয়। 

সংবাদমাধ্যম বিবিসিতে সাবেক ব্রিটিশ কূটনীতিক স্যার অ্যান্ডু বলেন, যেখানে কূটনৈতিক সমাধান সম্ভব ছিল, সেখানে পুতিন ‘স্বীকৃতি’ দিতে পারেন না।  সুতরাং তার সঙ্গে কথা বলে আর লাভ হবে না। 

স্যার অ্যান্ডু আরও বলেন, পুতিন যে কূটনীতিক সমাধান চান তা হলো ইউক্রেনকে যেন আমরা ন্যাটো জোটে আমন্ত্রণ না জানাই।  কিন্তু এটা করা মানে, পুরো ইউক্রেনে পুতিনের নিয়ন্ত্রণ মেনে নেওয়া।

নিষেধাজ্ঞার বিষয়ে এক প্রশ্নের জবাবে যুক্তরাজ্যের রুশ দূতাবাসের সাবেক এই রাষ্ট্রদূত ‘এক্ষুণি মস্কোর ওপর সম্পূর্ণ এক প্যাকেজ নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান’। 

পশ্চিমা নেতাদের প্রতি তিনি রাশিয়ার ব্যাংকগুলো টার্গেট করার আহ্বান জানান।   এছাড়া নর্ড স্ট্রিম- ২ পাইপলাইনের কার্যক্রম বন্ধেরও আহ্বান জানান। 

বিচ্ছিন্ন অঞ্চলকে পুতিনের স্বীকৃতিদানকে তিনি ‘ভয়াবহ মুহূর্ত’ হিসেবে উল্লেখ করেন। 

সূত্র: বিবিসি

পাঠকের মতামত

Comments are closed.