275258

‘নর্ড স্ট্রিম’ বন্ধের যে প্রতিক্রিয়া জানাল রাশিয়া

জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলজ রাশিয়ার নির্মিত গ্যাস পাইপলাইন নর্ড স্ট্রিম-২ অনুমোদন বন্ধ ঘোষণা করেছেন। ইউক্রেনের বিচ্ছিন্ন দুই অঞ্চলকে পুতিন স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেওয়ায় জার্মান চ্যান্সেলর এই সিদ্ধান্ত নেন। 

রাশিয়া জার্মানির সিদ্ধান্তকে ব্যঙ্গ করেছে।  রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেতভেদ এক টুইট বার্তায় বলেন, সাহসী ২ কারেন্সির (ইউরোপীয়ান কারেন্সি) বিশ্বে স্বাগত।   তিনি বলেন, ইউরোপীয়ানরা খুব শিগগিরই এক কিউবিক জ্বালানির জন্য ২ ইউরোপীয়ান ডলার পরিশোধ করতে যাচ্ছে।   

রুশ-ইউক্রেন উত্তেজনার মধ্যে কয়েক দিন ধরে আলোচনায় ছিল নর্ড স্ট্রিম–২ পাইপলাইন।  রাশিয়া থেকে গ্যাস নিতে এই পাইপলাইন স্থাপন করা হয়েছে জার্মানি পর্যন্ত।  আশঙ্কা ছিল,  রাশিয়া ইউক্রেনে হামলা করলে নর্ড স্ট্রিম–২ পাইপলাইন চালুর কাজ পিছিয়ে যাবে। জার্মান চ্যান্সেলরের ঘোষণার মাধ্যমে সেটিই হলো।

পশ্চিমাদের সঙ্গে চলমান সামরিক উত্তেজনার মধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিচ্ছিন্নতাবাদী–নিয়ন্ত্রিত দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলকে ‘স্বাধীন প্রজাতন্ত্র’ হিসেবে স্বীকৃতি দিয়েছেন।  একই সঙ্গে এ অঞ্চলে ‘শান্তিরক্ষী’ হিসেবে রুশ সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছেন। 

বিশ্লেষকরা বলছেন, রুশ-ইউক্রেন নতুন উত্তেজনার আগুনে এটা ঘি ঢেলে দিয়েছে।

 

পাঠকের মতামত

Comments are closed.