275229

হিজাব বিতর্কে কঙ্গনাকে পাল্টা জবাব দিলেন শাবানা আজমি

ভারতের কর্ণাটকে হিজাব পরার কারণে ক্লাসে নিষিদ্ধ হওয়া ছাত্রীদের নিয়ে এখন উত্তাল সামাজিক যোগাযোগমাধ্যম।  এ নিয়মের বিরুদ্ধে এখন একে একে সবাই মুখ খুলছেন।  কেউ হিজাব পরুক কিংবা না পরুক সেটা তার একান্ত ব্যক্তিগত বিষয়। কোনো বাধ্যতামূলক সিদ্ধান্ত নেওয়া মানেই হচ্ছে ধর্মীয় গোরামি।  এবার এ বিষয়ে মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী শাবানা আজমি।  যদিও এর আগে কঙ্গনার দেওয়া মন্তব্যকে কেন্দ্র করে পাল্টা জবাব দিয়েছেন তিনি।

এই ইস্যুতে বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রনৌত বলেন, ‘যদি সত্যিই সাহস দেখাতে হয়, তাহলে আফগানিস্তানে গিয়ে বোরকা পরবেন না! স্বাধীনভাবে থাকতে শিখুন, খাঁচায় নিজেকে বন্ধ করে রাখবেন না।’

কঙ্গনার এমন বিতর্কিত মন্তব্যের কড়া জবাব দিয়েছেন বলিউডের আরেক অভিনেত্রী ও ভারতের প্রাক্তন সংসদ সদস্য শাবানা আজমি। তিনি লেখেন, ‘ভুল হলে আমাকে সংশোধন করে দেবেন, কিন্তু আফগানিস্তান একটি ধর্মতান্ত্রিক রাষ্ট্র এবং আমি শেষবার যা দেখেছি তাতে মনে হয় ভারত একটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র?’ শাবানার এমন মন্তব্যে নেটিজেনদের প্রশংসার জোয়ারে ভাসছেন তিনি।

প্রসঙ্গত, কর্ণাটকজুড়ে চলা উত্তেজনার মধ্যে বোরকা-হিজাব পরে কলেজ ক্যাম্পাসে এসে হয়রানির শিকার হয়েছেন মুসকান খান নামে এক ছাত্রী।  তবে গেরুয়া উত্তরীয় পরা একদল যুবকের ‘জয় শ্রীরাম’ স্লোগানের সামনে ‘আল্লাহু আকবর’ ধ্বনি দিয়ে অবিচল থেকেছেন ওই ছাত্রী।  এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

প্রসঙ্গত, কর্ণাটকজুড়ে চলা উত্তেজনার মধ্যে বোরকা-হিজাব পরে কলেজ ক্যাম্পাসে এসে হয়রানির শিকার হয়েছেন মুসকান খান নামে এক ছাত্রী।  তবে গেরুয়া উত্তরীয় পরা একদল যুবকের ‘জয় শ্রীরাম’ স্লোগানের সামনে ‘আল্লাহু আকবর’ ধ্বনি দিয়ে অবিচল থেকেছেন ওই ছাত্রী।  এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

ভিডিওটিতে দেখা যায়, হিজাব পরে মুসকান যখন তার স্কুটি পার্কিং করে ক্লাসের দিকে এগিয়ে যাচ্ছেন, তখন বেশ কিছু যুবক তাকে অনুসরণ করছে।

এতে আরও দেখা যায়, গেরুয়া রঙের স্কার্ফ পরিহিত একদল ব্যক্তি ‘জয় শ্রী রাম’ স্লোগানে মুসকানের দিকে এগিয়ে যাচ্ছে আর চিৎকার করছে।  মুসকানও তখন ভিড়ের দিকে ফিরে হাত তুলে ‘আল্লাহু আকবার’ বলে চিৎকার করতে থাকে।

 

পাঠকের মতামত

Comments are closed.