275159

শচীন ও ক্লার্ককে ছাড়িয়ে অনন্য উচ্চতায় জো রুট

প্রথম টেস্টের মতো অ্যাশেজের দ্বিতীয় টেস্টেও খারাপ সময় যাচ্ছে ইংল্যান্ডের।  দলের বাজে অবস্থার মাঝেই নতুন রেকর্ড গড়ছেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট।

১১৬ বলে ৬২ রানের ইনিংস খেলে কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার, সুনীল গাভাস্কার ও ইংল্যান্ডের সাবেক অধিনায়ক এলিস্টার কুককে ছাড়িয়ে অনন্য উচ্চতায় পৌঁছে গেছেন তিনি।

এক পঞ্জিকাবর্ষে এই মুহূর্তে টেস্টে চার নম্বরে আছেন রুট।  আগেই তিনি এক বছরে টেস্টে ইংল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রহকারী ক্রিকেটার হয়েছেন।  এবার শচীনের ১৫৬২ রানের (২০১০ সাল) ও মাইকেল ক্লার্কের ১৫৯৫ রানের (২০১২ সাল) রেকর্ড ভাঙলেন রুট।

ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে ইতোমধ্যে ৩৭টি অর্ধশত রান করেছেন জো রুট।  এতদিন এই রেকর্ডের মালিক ছিলেন সাবেক অধিনায়ক অ্যালেস্টার কুক।  তিনি ৩৬টি অর্ধশত রান করেছিলেন।

চলতি বছরে চলমান অ্যাশেজ সিরিজে আরও ৩টি ইনিংস খেলার সুযোগ পাবেন জো রুট।

 

পাঠকের মতামত

Comments are closed.