275130

বিশ্বকাপের টিকিট পেয়ে আনন্দে চোখে অশ্রু জাহানারাদের। (ভিডিও)

ক্রিকেট ইতিহাসে প্রথমবার বিশ্বকাপে সুযোগ পেয়ে আনন্দে আত্মহারা বাংলাদেশের মেয়েরা।  শনিবার (২৭ নভেম্বর) বাংলাদেশের ওয়ানডে বিশ্বকাপ টিকিট নিশ্চিত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিওতে উল্লাস প্রকাশ করেন নিগার সুলতানা জ্যোতিরা।

আইসিসি থেকে বাংলাদেশের টিকিট নিশ্চিত হওয়ার ঘোষণা আসার পর বাংলাদেশের পেসার জাহানারা আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেন।  যেখানে দেখা যায়, দলের খেলোয়াড়রা কথা বলার ভাষাই খুঁজে পাচ্ছেন না। কয়েকজন তো কান্নাও করে ফেলেন আনন্দে।

 বিশ্বকাপে সুযোগ পাওয়ার বিষয়টিকে বাংলাদেশের জন্য আশীর্বাদ হিসেবেই ধরা যায়।  আইসিসির র‌্যাঙ্কিংয়ে ৫ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ।  অন্যদিকে আফ্রিকার দেশগুলোতে বাড়ছে করোনার নতুন ধরন ওমিক্রনের প্রকোপ।  ফলে বাছাইয়ের বাকি ম্যাচগুলো বাতিল হয়ে গেছে।  এ কারণেই ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে প্রথমবারের মতো জায়গা করে নিল সালমা খাতুন, জাহানারা আলমরা।

 বিশ্বকাপের আয়োজক নিউজিল্যান্ড ছাড়াও অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা এরই মধ্যে জায়গা করে নিয়েছে মূল পর্বে।  সঙ্গে এবার যোগ দিল-বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান।  ২০২২ সালে মার্চে অনুষ্ঠেয় এই টুর্নামেন্ট দিয়েই ওয়ানডে বিশ্বকাপে অভিষেক হবে টাইগ্রেসদের।  প্রথমবারের মতো নামবে বিশ্বকাপে!

এর আগে জিম্বাবুয়ের মাটিতে স্বাগতিকদের তিন ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশের পর বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে প্রথম ম্যাচে শক্তিধর পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ।  দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২৭০ রানের বড় ব্যবধানে জয় পায় টাইগ্রেসরা।

তবে তৃতীয় ম্যাচে এসে এশিয়ার তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ থাইল্যান্ডের বিপক্ষে হোঁচট খায় বাংলার বাঘিনীরা।  আইসিসি ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে বৃহস্পতিবার (২৫ নভেম্বর) ডাকওয়ার্থ লুইস মেথডে টাইগ্রেসদের ১৬ রানে হারিয়েছে থাইল্যান্ড।

পাঠকের মতামত

Comments are closed.