274562

বৃষ্টিভেজা শরীরে মধুবালার বেশে আবেদনময়ী লুকে শ্রীলেখা মিত্র

ছবিটি দেখলে চমকে উঠবেন যে কেউই।  সাদা কালো ফ্রেম। ফিনফিনে শাড়ি জড়িয়েছে শরীর।  এলোমেলো চুল।  জিজ্ঞাসু দৃষ্টিতে লেন্সের দিকে তাকিয়ে। ঠিক যেন ‘মধুবালা’ হয়ে উঠলেন জনপ্রিয় আরেক নায়িকা শ্রীলেখা মিত্র।  এক দশক আগের সেই স্মৃতি রোববারের মেঘলা সকালে নেটমাধ্যমে সবার সঙ্গে ভাগ করে নিলেন তিনি।

অতীত বিবরণীতে লিখেছেন, ‘নতুন করে মধুবালা লুক তৈরি করেছিলাম।’

বলিউড সুন্দরীর অবতারে শ্রীলেখাকে দেখে মুগ্ধ তার ভক্তরা।  কেউ তাকে ‘লবঙ্গলতিকা’ নামের মিষ্টির সঙ্গে তুলনা করছেন, কেউ আবার ‘ছোটবেলার ক্রাশ’ লিখে নিজের মুগ্ধতা প্রকাশ করেছেন।

উল্লেখ্য, ১৯৪০ সালে দশকের শেষদিকে নায়িকা হিসেবে বলিউডে জনপ্রিয় হয়ে ওঠেন মধুবালা।  এত বছর পরেও তার অভিনয় দক্ষতা এবং সৌন্দর্য চর্চার বিষয়।  ‘মুঘল-এ-আজম’, ‘চলতি কা নাম গাড়ি’, ‘মহল’-এর মতো একাধিক ছবিতে কাজ করেছিলেন মধুবালা।

 

 

পাঠকের মতামত

Comments are closed.