274540

পাখির চোখে সিন্দুকছড়ি টু মহালছড়ি সড়ক (ভিডিও)

সামাজিক যোগাযোগ প্রধান মাধ্যম ‘ফেসবুক জুড়ে এখন শুধু সিন্দুকছড়ি সড়কের কথা।  খাগড়াছড়ি মহালছড়ি থেকে সিন্দুকছড়ির প্রধান সড়ক হয়ে উঠেছে যেন ভ্রমণপিপাসু মানুষের অন্যতম একটি আনন্দ উপভোগ কেন্দ্র।  প্রতিদিন দূর-দূরান্ত থেকে ঘুরতে আছেন ভ্রমনপিপাসুরা। রাঙামাটির সাজেক ভ্যালি এবং নানান নৈসর্গিক সৌন্দর্য নিয়ে মুখরিত পার্বত্য রাঙামাটি।  তেমনি খাগড়াছড়ি জেলার বুকে এবারে ভ্রমণপিপাসুদের আকর্ষণীয় করে তুলেছে মহালছড়ি থেকে সিন্দুকছড়ির নৈসর্গিক সড়ক।  এই সড়ক এখন পাহাড়ের জনপ্রিয় হয়ে উঠেছে।  সড়কের দু পাশে চোখে পড়ে আদিবাসী গ্রাম, আদিবাসীদের জুম, ছোট-বড়-উচু-নিচু পাহাড়।  সড়কের পাশে চারদিকে সবুজ পাহাড় যেন সৌন্দর্য্য বাড়িয়েছে দিগুণ।  মহালছড়ি সড়কে পৌঁছালে শুরু হবে আঁকাবাঁকা রাস্তা।  এমনকি এই সড়েক আসা যাবে লক্ষীছড়ি উপজেলা ও রামগড় উপজেলা থেকে।  লক্ষীছড়ি ও রামগড় রাস্তা মিলিত হয়েছে সিন্দুকছড়ি রাস্তার বুকে।  বিস্তীর্ণ সবুজের হাতছানি দিবে সড়কের চারদিকে গড়ে উঠা পাহাড়।  এই সড়কের প্রধান চূড়ায় দেখা মিলবে বৌদ্ধধর্মালম্বীদের পবিত্র বৌদ্ধ মন্দির।  এই বৌদ্ধ মন্দিরে প্রার্থণা করেন বৌদ্ধ ভিক্ষুসহ পুন্যার্থীরা।  এই সড়কের প্রধান পাহাড়ের চূড়ার থেকে দাঁড়িয়ে উপভোগ করা যায় সূর্যোদয় ও সুর্যাস্ত।  চূঁড়ায় দাঁড়ালে মনে হবে প্রকৃতি সব সময় হাতছানি দিচ্ছে।

প্রকৃতির রূপ লাবণ্য ঘেরা, নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি খাগড়াছড়ির বুকে এই অপরূপ সড়ক গড়ে উঠা যেন মহান সৃষ্টিকর্তার দান।  এখানকার সৌন্দর্য্য অতি সহজেই সবাইকে মুগ্ধ করে।  পাহাড়ে পাহাড়ে সবুজ ঘাসের উপর সকালে জমে থাকে ছোট্ট ছোট্ট শিশির বিন্দু।  আপনার জীবনের একরাশ মুগ্ধতা জড়িয়ে স্মৃতির পাতাকে সমৃদ্ধ করতে চাইলে তাহলে যেতে পারেন এই মহালছড়ি-সিন্দুকছড়ির সড়কে।  মন চাইলে এখানে সকাল সকাল মেঘের স্পর্শে ভিজে ভিজে যেতে পারেন।  চারদিকে ঝিঝি পোকার সুরে মুখর হয়ে উঠবে স্মৃতিময় ভ্রমণ।

 

পাঠকের মতামত

Comments are closed.