272391

শুভ জন্মদিন শুভ

আজ মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভর জন্মদিন। ১৯৮২ সালে আজকের এই দিনে ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার ডাকাতিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।
২০০৫ সালে মডেলিং দিয়ে বিনোদন জগতে যাত্রা শুরু করেন আরিফিন শুভ। তার দুই বছর পর প্রথম মোস্তফা সরয়ার ফারুকীর ‘হ্যাঁ-না’ নাটকে অভিনয় করেন। এরপর ‘ইজ ইকুয়াল টু’ ধারাবাহিকে অভিনয় করে তার অবস্থান শক্ত করেন।

খিজির হায়াত খান পরিচালিত ‘জাগো’ চলচ্চিত্রের মাধ্যমে শুভর বড়পর্দায় অভিষেক হয় ২০১০ সালে। তিন বছর বিরতির পর চলচ্চিত্র পরিচালক শফি উদ্দিন শফি পরিচালিত ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’ চলচ্চিত্রে খলচরিত্রে অভিনয় করেন। এ চলচ্চিত্রে তার সহশিল্পী ছিললেন শাকিব খান ও জয়া আহসান। ছবিটি ব্যবসায়িক দিক থেকেও সফল হয়। এরপর তিনি চলচ্চিত্রে মনোনিবেশ করেন। সে বছর ‘ভালোবাসা জিন্দাবাদ’ চলচ্চিত্রে অভিনয় করেন। এতে তার বিপরীতে কাজ করেন আইরিন সুলতানা।

ইফতেখার চৌধুরীর ‘অগ্নি’, মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘তারকাঁটা’ ও আশিকুর রহমান পরিচালিত ‘কিস্তিমাত’ ছবিতে অভিনয় করে চলচ্চিত্র নায়ক হিসেবে নিজের অবস্থান শক্ত করেন।

২০১৫ সালে শিহাব শাহীন পরিচালিত ‘ছুঁয়ে দিলে মন’ ছবিতে অভিনয় করে দর্শকপ্রিয়তা পান তিনি। পেয়েছেন মেরিল-প্রথম আলো পুরস্কার।

২০১৬ সালে তিনি আশিকুর রহমান পরিচালিত ‘মুসাফির’ ও অনন্য মামুন পরিচালিত ‘অস্তিত্ব’ চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসিত হন। একই বছর মুক্তি পায় জাকির হোসেন রাজু পরিচালিত বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘নিয়তি’। এতে তার বিপরীতে অভিনয় করেন জলি। পরের বছর মুক্তি পায় জাকির হোসেন রাজু পরিচালিত রোমান্টিক ঘরানার ‘প্রেমী ও প্রেমী’ ও শামিম আহমেদ রনি পরিচালিত কমেডিধর্মী ‘ধ্যাততেরিকি’।

২০১৭ সালের অক্টোবরে মুক্তি পায় দীপংকর দীপন পরিচালিত পুলিশ অ্যাকশন থ্রিলার ‘ঢাকা অ্যাটাক’। এতে তাকে ঢাকা মহানগর পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দলের প্রধান আবিদ রহমান চরিত্রে দেখা যায়। এই ছবিতে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন আরিফিন শুভ।

বর্তমানে আরিফিন শুভ বঙ্গবন্ধুর বায়োপিকের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এদিকে, তার বিশেষ এই দিনে অসংখ্য ভক্ত-অনুরাগীর শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন আরিফিন শুভ।

পাঠকের মতামত

Comments are closed.