272364

নান্দাইলে কনকনে ঠান্ডায় চরম ভোগান্তিতে বোরো শ্রমিক

‘শীতের ডরে কাম না করলে ত কাপাল ভাত আইতো না’। এভাবেই কথাগুলো বলেন বোরো জমিতে চারা কাজ করতে আসা শ্রমিক আবুল মিয়া।
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় পৌষে তেমন শীত অনুভব না হলেও মাঘ মাস শুরুর পর থেকে মাঝারি থেকে তীব্র শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। সেই সঙ্গে ঘন কুয়াশা হিমেল হাওয়া ঠান্ডার মাত্রা বাড়িয়ে দিচ্ছে বহু গুণ।

এ সময়ে পুরো দমে চলছে বোরো আবাদ। এখনো এক তৃতীয়াংশ জমি আবাদের বাকি রয়েছে। আর তীব্র শীত উপেক্ষা করে প্রতিদিনেই ভোর থেকে শ্রমিকরা কাজে যোগ দিচ্ছেন।

সোমবার সকালে নান্দাইলের বরবরি কান্দা মাঠে বোরো জমিতে কাজ করতে আসা ১২ জনের একটি শ্রমিক দল খড়কুটো দিয়ে আগুন ধরিয়ে নিজেদের শরীরের তাপমাত্রা বাড়িয়ে নিতে দেখা যায়। নান্দাইলে সকালে তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস।

এ বিষয়ে শ্রমিক কাঞ্চন মিয়া বলেন, ‘খুব শীত পড়ছে, তাও সময়ের কাম সময়ে করতে অইবো। তাই আগুন ধইরা আত পাও শক্ত করতাছি’।

কৃষক আবুল কাসেম বলেন, ‘এমনিতেই আমরা জমি লাগানোতে পিছিয়ে পড়ছি। শীতের কারণে আর দেরি করলে ফসল হবে না। তীব্র শীতের কারণে শ্রমিকের দামটাও কিছুটা বেশি’।

পাঠকের মতামত

Comments are closed.