272372

নন্দীগ্রামে ঝড় তুললেন ফারিয়া, এরপর মুম্বাইয়ে

গতকাল মাঝরাতে নুসরাত ফারিয়ার দেখা মিলল হাজার-হাজার মানুষের সামনে এক মঞ্চে। হাতে মাইক নিয়ে ওপার বাংলায় ঝড় তুলেছেন বাংলাদেশের কন্যা। অন্তর্জালে কয়েকটি ছবি শেয়ার করেছেন নায়িকা; ক্যাপশন জুড়েছেন, ‘ধন্যবাদ। নন্দীগ্রাম, কলকাতা।

হঠাৎ কলকাতায় উড়াল আর নন্দীগ্রামের আয়োজন প্রসঙ্গে জানতে নায়িকার সঙ্গে যোগাযোগ করা হলো ম্যাসেঞ্জারে। রোববার সকালের সেই আলাপে নুসরাত ফারিয়া গণমাধ্যমকে জানালেন, নন্দীগ্রামে প্রতি বছর একটা পল্লি-উৎসব হয়। আমি গত বছরের শেষ দিন গিয়েছিলাম। এবারো শেষ দিনে প্রধান অতিথি হিসেবে গিয়েছিলাম। ওখানকার দর্শক আমাকে অনেক ভালোবাসে।

মঞ্চে মাইক হাতে ফারিয়া

মঞ্চে মাইক হাতে ফারিয়া

দীর্ঘদিন পর কলকাতায় গেলেন, কেমন লাগছে? এমন প্রশ্নে ফারিয়ার উত্তর, একটু ফাঁকা, একটু ডিফারেন্ট। কোভিডের পর আসলে সবকিছু বদলে গেছে। ১০ মাস পর কলকাতায়, এখানে আসতে পেরে ভালো লাগছে।

‘বঙ্গবন্ধু’ সিনেমার শুটিংয়ে মুম্বাইয়ে যুক্ত হচ্ছেন কবে? গণমাধ্যমকে ফারিয়া বললেন, ৫ ফেব্রুয়ারি আমি চলে যাব। এর আগে আগামীকাল, পরশু আর পরের দিন…। এরপর ও প্রান্ত থেকে আর কোনো জবাব পাওয়া গেল না!

বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর ‘বঙ্গবন্ধু’ সিনেমায় শেখ হাসিনার একটি চরিত্রে নুসরাত ফারিয়াকে দেখা যাবে। ২৫ জানুয়ারি থেকে সিনেমাটির শুটিং শুরু হয়েছে মুম্বাইয়ের দাদা সাহেব ফালকে স্টুডিওতে।

পাঠকের মতামত

Comments are closed.