272255

মূলধারার চলচ্চিত্রে যুক্ত হচ্ছেন আরও দুই নবাগত

তারা হলেন রাজ রিপা ও সেলিনা আফ্রি। পরিচালক ইফতেখার চৌধুরী দ্রæতই শুটিং করছেন মুক্তি ছবির। এ ছবির কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করছেন নবাগত রাজ রিপা। কেমন অভিনয় করছেন তিনি জানতে চাওয়া হয়েছিল মুক্তি ছবির নায়ক কায়েস আরজুর কাছে। তিনি বলেন, কি বলতে পারি। তার ডামি শটের প্রয়োজন হয় না। যা করার সে নিজেই করে। হাত ছেড়ে দিয়ে বাইক চালানো থেকে জাম্প দেওয়া পর্যন্ত সবই সে নিজে করে।

তিনি বলেন, ‘আমার মনে হয় এই চরিত্রটি করার জন্য তার অনেক দিনের প্রস্তুতি রয়েছে।’ মুক্তি ছবি মুক্তি পাওয়ার পর মূলধারার চলচ্চিত্রে তিনি সহজেই যুক্ত হয়ে যাবেন। তবে ইউনিটের লোকদের সঙ্গে আলোচনা করে যে ইঙ্গিত পাওয়া গেল সেটা হলো রাজ রিপা প্রতিদ্ব›দ্বী হয়ে উঠবেন অভিনেত্রী পূজা চেরির। অন্যদিকে মাসুম রেজা রচিত চিত্রনাট্য নিয়ে পরিচালক রাসেল আহমেদ নির্মাণ করছেন স্টেশন নামে একটি ছবি। এর কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করছেন সেলিনা আফ্রি। ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে ছবিটির শুটিংও শুরু হয়ে গেছে ইতোমধ্যে। নৃত্যপরিচালক আজাদ এই ছবিটির একজন ইউনিট সদস্য।

তিনি বলেন, সেলিনা আফ্রি খুবই চমৎকার কাজ করছেন। তিনি যদি মূলধারার চলচ্চিত্রে কাজ করেন তাহলে অনেকের জন্যই হুমকি হয়ে উঠবেন। দীর্ঘ নয় বছর চেষ্টার পর তিনি স্টেশন ছবিটিতে কাজ করছেন। গণমাধ্যমের খবর থেকে জানা গেছে, তিনি এর আগে ‘অন্যপথ’,‘রোমান্স’ ও ‘নীল ফড়িং’ নামে তিনটি ছবিতে কাজ করেছেন। এছাড়াও কাজ করেছেন নাটক, বিজ্ঞাপনচিত্র, ওভিসি, মিউজিক ভিডিও, শর্টফিল্মসহ পারফর্মিং আর্টের বিভিন্ন শাখায়ই কাজ করেছেন তিনি। এর মানে শিল্পকলার বিভিন্ন শাখা থেকে সঞ্চিত অভিজ্ঞ নিয়েই তিনি স্টেশন ছবিতে কাজ করছেন।

পাঠকের মতামত

Comments are closed.