271920

রাজধানীর তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ জানাল আবহাওয়া অফিস

রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকার তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
বুধবার সকালে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া শুষ্ক থাকতে পারে। উত্তর/উত্তর-পশ্চিমদিক থেকে ৮-১২ কিলোমিটার ঘণ্টা বেগে প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

এতে আরো বলা হয়, বুধবার সকাল ৬ টায় তাপমাত্রা ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা ৯৬ শতাংশ ছিল। মঙ্গলবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস। বুধবারের সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস। আজকের সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫-২৬ মিনিটে। বৃহস্পতিবার সূর্যোদয় হবে ভোর ৬-৪৩ মিনিটে।

পাঠকের মতামত

Comments are closed.