271706

যত টাকায় বিক্রি হল ব্র্যাডম্যানের টুপিযত টাকায় বিক্রি হল ব্র্যাডম্যানের টুপি

সম্প্রতি পিটার ডানহামের জালিয়াতির টাকা পরিশোধ করতে ১৯২৮ সালে স্যার ডন ব্রাডম্যানের অভিষেক ম্যাচের ঐতিহাসিক টুপি নিলামে তোলা হয়েছিল। সেখানে টুপিটির দাম উঠেছে ৪ লক্ষ ৫০ হাজার ডলার। ব্রাডম্যানের ঐতিহাসিক ব্যাগি গ্রিন টুপিটি কিনে নিয়েছেন অস্ট্রেলিয়ান ব্যবসায়ী ফ্রিডম্যান।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যাটসম্যান বলা হয় ব্রাডম্যানকে। স্বাভাবিকভাবেই তার অভিষেক ম্যাচের ব্যাগি গ্রিন টুপি নিয়ে মানুষের মাঝে আগ্রহের কমতি নেই। মূলত এ কারনেই ক্রিকেটের স্মারক বিক্রির ইতিহাসে এই টুপিটির দাম উঠেছে দ্বিতীয় সর্বোচ্চ।

ক্রিকেট স্মারক বিক্রির ক্ষেত্রে এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার কিংবদন্তী লেগ স্পিনার শেন ওয়ার্নের ব্যাগি গ্রিন টুপির সর্বোচ্চ মূল্য উঠেছে। এ বছরের শুরুর দিকে দাবানলে ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য তার টুপিটি নিলামে তুলেছিলেন তিনি। সেই টুপির মূল্য উঠেছিল ১০ লাখ ৭ হাজার ৫০০ অস্ট্রেলিয়ান ডলার। বাংলাদেশি মুদ্রায় এর মূল্য ৫ কোটি ৮৭ লাখ ২৮ হাজার ৬৭৭ টাকা।

সর্বকালের সেরা ক্রিকেটার ব্রাডম্যান তার প্রতিবেশী পিটার ডানহামকে ১৯৫৯ সালে টুপিটি উপহার দিয়েছিলেন। পেশায় একজন হিসাবরক্ষক ছিলেন ডানহাম। চাকরি করা সময়েই আর্থিক প্রতারণার সঙ্গে জড়িয়ে পড়েন তিনি।

বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগকারীদের ১৩ লাখ ডলার জালিয়াতি করার দায়ে গত মে মাসে তাকে ৮ বছর ২ মাস জেল দেয় আদালত। কিন্তু দেউলিয়া ডানহামের তেমন সম্পত্তিও নেই যা বিক্রি করে বিনিয়োগকারীরা নিজেদের টাকা বুঝিয়ে নেবে।

তার একমাত্র সম্বল বলতে সাবেক অজি কিংবদন্তির উপহার দেয়া অভিষেক টুপি। নিজেদের টাকা ফেরত পেতে তাই ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন টুপিটি নিলামে তোলার দাবি জানান বিনিয়োগকারীরা।

 

পাঠকের মতামত

Comments are closed.