271677

বাঁধা ছিলেন রেললাইনে, কাটা পড়লেন ট্রেনে

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ট্রেনে কাটা পড়ে ২৮ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন। তবে নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি।
সোমবার সকালে উপজেলার বড় দুধপাতিলা গ্রামের রেলগেটের অদূরে এ দুর্ঘটনা ঘটে। দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

দামুড়হুদার হাউলি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দীন জানান, সোমবার সকালে দুধপাতিলা রেলগেটের অদূরে ওই যুবককে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। তার বাম পা ট্রেনে কাটা পড়ে বিচ্ছিন্ন ছিল। রেললাইনের সঙ্গে তার দিয়ে বাঁধা ছিলেন তিনি। মুমূর্ষ অবস্থায় পড়ে ছিলেন। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে ট্রেনে কাটা পড়েছেন নাকি হত্যাকাণ্ড তা কেউ বলতে পারছেন না। এছাড়া রেললাইনের সঙ্গেই কে বা কারা বাঁধল।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাহাবুবুর রহমান বলেন, তার বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

পুড়াদহ রেলওয়ে থানার ওসি জসিম উদ্দিন বলেন, ময়নাতদন্ত শেষে সরকারি নিয়মকানুন অনুযায়ী ওই যুবককে দাফন করা হবে।

পাঠকের মতামত

Comments are closed.