271476

বাইডেনের ছেলে হান্টারের কর নিয়ে তদন্ত শুরু

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী জো বাইডেনের ছেলে আইনজীবী হান্টার বাইডেনের করসংক্রান্ত বিষয়ে তদন্ত শুরু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার তদন্তের বিষয়টি হান্টার জানতে পারেন বলে সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।
দেশটির ডেলাওয়্যার অঙ্গরাজ্যের কেন্দ্রীয় প্রসিকিউটররা তদন্ত কাজ পরিচালনা করছেন।

হান্টার বলেন, কর নিয়ে তদন্ত কার্যক্রমকে বেশ গুরুত্বের সঙ্গে দেখছেন তিনি। বৈধ ও সঠিকভাবে যে কর পরিশোধ করা হয়েছে, তা নিরপেক্ষ পর্যালোচনার মধ্য দিয়ে বেরিয়ে আসবে বলে আত্মবিশ্বাসী তিনি।

এ বিষয়ে বাইডেন-হ্যারিসের অন্তর্বর্তী দলের পক্ষ থেকে বলা হয়, সাম্প্রতিক কদর্যপূর্ণ ব্যক্তিগত আক্রমণসহ দুরূহ চ্যালেঞ্জ মোকাবিলা করেছেন হান্টার, যা তাকে আরো সুদৃঢ় করেছে।

৩ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে রিপাবলিকান পার্টির ক্রমাগত সমালোচনার মুখে পড়েন ৫০ বছর বয়সী হান্টার। বারাক ওবামা প্রশাসনে বাইডেন ভাইস প্রেসিডেন্ট থাকার সময় ইউক্রেন ও চীনে হান্টারের ব্যবসায়িক লেনদেন সমালোচনার মূল বিষয়বস্তু ছিল।

বাইডেনের বিষয়ে তদন্ত করতে ইউক্রেনকে চাপ দেয়াকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও কংগ্রেসের কাজ ব্যাহত করার অভিযোগ আনে ডেমোক্র্যাটিক পার্টি। এসব অভিযোগে ডেমোক্র্যাটিক পার্টি নিয়ন্ত্রিত কংগ্রেসের নিম্নকক্ষ হাউজ অফ রিপ্রেজেন্টেটিভস গত বছরের ডিসেম্বরে ট্রাম্পকে অভিশংসন করে। তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে রিপাবলিকান পার্টি সংখ্যাগরিষ্ঠ সিনেট ট্রাম্পকে এসব অভিযোগ থেকে অব্যাহতি দেয়।

সামনের মাসে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন জো বাইডেন। ছেলে হান্টারের কর নিয়ে তদন্ত চলমান থাকলে তার নিয়োগকৃত অ্যাটর্নি জেনারেল তদন্তের বিষয়ে নীরব থাকতে পারেন বলে এপির প্রতিবেদনে বলা হয়েছে।

পাঠকের মতামত

Comments are closed.