270908

পাখি রক্ষায় গাছে গাছে মাটির কলস

রাজবাড়ীতে বেশ পাখি রক্ষায় গাছে গাছে মাটির কলস বেঁধে দিয়েছেন ২০ জন পাখিপ্রেমী। শুক্রবার সকালে ‘এসো পাখির বন্ধু হই’ স্লোগান ধারণ করে পৌর এলাকার কিছু গাছে শতাধিক কলস বেঁধেছেন তারা।

রাজবাড়ী সদরের সজ্জনকান্দা গ্রামের সৈয়দ মাহমুদ তাসফিক সেলেহীন পাপুন জানান, একটি ঝড়ে আমার বাড়ির একটি পাখির বাসা ভেঙে যায়। মা আমাকে বাসাটি মেরামত করতে বলেন। সেই থেকে পাখির প্রতি ভালোবাসা জন্মায়। এভাবে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে পাখির বাসা ভেঙে যায়। আবার বৃক্ষ নিধনের ফলে অনেক পাখি আশ্রয়হীন হয়ে পড়ে। এসব কথা চিন্তা করেই পাখিদের নিরাপদ আশ্রয়ের উদ্যোগ নিয়েছি। এ উদ্যোগ বাস্তবায়নে পাশে দাঁড়িয়েছেন আরো ২০ জন পাখিপ্রেমী।

রাজবাড়ী পৌর এলাকার বিভিন্ন গাছে শতাধিক মাটির কলস বাঁধেন পাখিপ্রেমীরা

রাজবাড়ী পৌর এলাকার বিভিন্ন গাছে শতাধিক মাটির কলস বাঁধেন পাখিপ্রেমীরা

তিনি বলেন, পরিবারের খরচের টাকা বাঁচিয়ে নিজেদের উদ্যোগে রাজবাড়ী শহীদ খুশি রেলওয়ে মাঠের পাশে বেশ কিছু গাছে শতাধিক কলস বেঁধেছি আমরা। এ উদ্যোগ সফল হলে আগামীতে রাজবাড়ী শহরের বিভিন্ন এলাকায় কয়েক হাজার কলস স্থাপন করা হবে।

সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ সিদ্দিকুর রহমান বলেন, নিঃসন্দেহে এটি একটি ভালো উদ্যোগ। পাপুনের সৃষ্টিশীল চিন্তা থেকে আমরা বেশ কয়েকজন তার পাশে দাঁড়িয়েছি। গাছে গাছে কলস বাঁধায় পাখিরাও বাসা বাঁধতে পারবে, নিরাপদ আশ্রয় পাবে। এতে শহর এলাকায় পাখির বিচরণ বাড়বে।

পাঠকের মতামত

Comments are closed.