270787

আফ্রিকার ছাদের এক পর্বতারোহী, আঙুলের জোরেই করে পর্বত জয়

ইথিওপিয়ান হাইল্যান্ডস আফ্রিকার ছাদ নামে পরিচিত। প্রায় সাড়ে ৪ কিলোমিটার উচ্চতা আর বিশাল ব্যাপ্তি জায়গাটিকে এই নামে পরিচিতি দিয়েছে।

সুউচ্চ পর্বতশ্রেণিটি এক অসাধারণ পর্বতারোহীর আবাসভূমি। জেলাডা বেবুন, এদের শুধুমাত্র এই পর্বতেই দেখা যায়। পর্বতারোহণে এরা বিশেষভাবে দক্ষ।

কারণ এরা অকুতোভয় এবং এদের রয়েছে প্রাণীজগতের সবচেয়ে শক্তিশালী আঙুল। জেলাডাদের প্রতিটি দিন কাটে অক্লান্ত পরিশ্রম আর সংগ্রামের মধ্যে দিয়ে।

পর্বতারোহী বানর

পর্বতারোহী বানর

অন্যান্য বানরদের মতো এদের সকাল শুরু হয় গ্রুমিং এর মধ্যে দিয়ে। এর মাধ্যমে বানররা বন্ধুত্ব প্রকাশ করে। গ্রুমিং শেষে এরা দ্রুত খাবারের উৎসের দিকে রওনা হয়।

বেশিরভাগ বানরই এখানে টিকে থাকতে অক্ষম। কারণ এখানে ঘাস ব্যতীত অন্য কোনো খাবার নেই। তবে জেলাডাই পৃথিবীর একমাত্র বানর যারা শুধুমাত্র ঘাস খেয়ে বেঁচে থাকে।

বানরদের মধ্যে এদের দলই সর্ববৃহৎ হয়ে থাকে। কোনো কোনো দলে ৮০০টি পর্যন্ত জেলাডা বেবুন থাকতে পারে। এই পর্বত চূড়ায় জেলাডাদের সঙ্গে ওয়ালিয়া আইবেক্সও বসবাস করে।

পর্বতের উপরে দাঁড়িয়ে আছে একটি বানর

পর্বতের উপরে দাঁড়িয়ে আছে একটি বানর

ওয়ালিয়া আইবেক্সরাও এখানে স্বতন্ত্র। এই বিরল প্রাণীটি সাধারণত খুবই লাজুক। তবে জেলাডাদের ব্যাপারে এরা বেশ প্রাণখোলা।

আপনার মনে হতে পারে, দুটি তৃণভোজী প্রাণী একে অপরকে এড়িয়ে চলবে। তবে এদের ভ্রাতৃত্বের বন্ধনে উভয়ই উপকৃত হয়। বিপদে একে অপরকে সতর্ক করা, এদের প্রতিদিনের গুরুত্বপূর্ণ কাজ।

অকুতোভয় বানরের প্রজাতি

অকুতোভয় বানরের প্রজাতি

এখানে ইথিওপিয়ান নেকড়েও বাস করে। একটু অসতর্ক হলেই এদের হাত থেকে নিস্তার নেই। আইবেক্সদের নিখুঁত নজরদারিতে বেবুনরা সহজেই বিপদ সংকেত পেয়ে যায়।

সন্ধ্যা ঘনিয়ে আসতেই জেলাডাদের জন্য পর্বত আরও ভয়ংকর হয়ে ওঠে। ফলে এদের রাত কাটে পাহাড়ি ঢালে। এখানে হানা দেয়ার সামর্থ্য নেকড়েদের নেই।

পাঠকের মতামত

Comments are closed.