270579

অবস্থার আর অবনতি হয়নি সৌমিত্রর, শুরু হয়েছে ডায়ালিসিস

অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার বিশেষ অবনতি বা উন্নতি হয়নি। স্থিতিশীল থাকলেও ডায়ালিসিস শুরু করছেন চিকিৎসকরা।
করোনা আক্রান্ত হওয়ায় অক্টোবরের প্রথম সপ্তাহে বেলভিউ হাসপাতালে ভর্তি করানো হয় সৌমিত্র চট্টোপাধ্যায়কে। পরবর্তীকালে করোনা নেগেটিভ হলেও তার শারীরিক অবস্থার অবনতি হয়। সোমবার পরিবারের লোকজনের সঙ্গে আলোচনা করে তাকে দেয়া হয় ‘এন্ডোট্র্যাকিয়াল ইনটিউবেশন’ তথা ভেন্টিলেশনে। পাশাপাশি তার কিডনির সমস্যাও ধরা পড়েছে। ফলে মূত্রের পরিমাণ কমে গিয়েছে।

বুধবার চিকিৎসকরা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় সৌমিত্রের মূত্র কম হয়েছে। তার কিডনি ঠিক মতো কাজ করছে না। তাই কিডনি বিশেষজ্ঞরা কয়েকটি ডায়ালিসিসের সিদ্ধান্ত নিয়েছেন। ইউরিয়া ও ক্রিয়েটিনিনের পরিমাণ কমাতে ২ থেকে ৩ বার ডায়ালিসিস হতে পারে।

তবে আশার কথা সৌমিত্রের রক্তপাত বন্ধ হয়েছে। তার হিমোগ্লোবিন ও অন্যান্য মাপকাঠি স্থিতিশীল। ভেন্টিলেশনের অন্যান্য মাপকাঠিও ভাল রয়েছে। দেয়া হচ্ছে অ্যান্টিবায়োটিকও।

পাঠকের মতামত

Comments are closed.