270407

হলিউডের ‘মুলান’ আসছে ঢাকার সিনেপ্লেক্সে

‘মুলান’ মূলত চীনের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে নির্মিত একটি ছবি। এটি নিকি ক্যারো পরিচালিত ১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘দ্য ব্যালাড অব মুলান’ নামে একটি চীনা অ্যানিমেটেড লাইভ অ্যাকশন সিনেমার রিমেক। ডিজনির নতুন সিনেমা ‘মুলান’ নিয়ে গত দুই বছর ধরেই ব্যাপক আলোচনা চলছিল।

এই ছবিটি চলতি বছরে সিনেমা হলে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে ভেস্তে সেই পরিকল্পনা। অবশেষে গত ৪ সেপ্টেম্বর লাইভ-অ্যাকশনধর্মী ‘মুলান’ মুক্তি পায় ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাসে। এবার বাংলাদেশি দর্শকরা সিনেমা হলে বসেই ছবিটি দেখতে পাবেন।

দীর্ঘ সাত মাস বন্ধ থাকার পর বাংলাদেশে খুলেছে সব সিনেমা হল। খুলেছে স্টার সিনেপ্লেক্সের শাখাগুলোও। অভিজাত এই সিনেমা হলেই মুক্তি পাবে হলিউডের সিনেমা ‘মুলান’। এ খবর নিশ্চিত করেছেন স্টার সিনেপ্লেক্সের বিপনণ ও জনসংযোগ কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ।

মেসবাহ জানান, ‘মুলান’ শিগগিরই স্টার সিনেপ্লেক্সে মুক্তি দেয়া হবে। তবে সামনের সপ্তাহে নাকি তার পরের সপ্তাহে সিনেমাটি মুক্তি পাবে, তা নিশ্চিত করেননি তিনি। এই খবরে আপাতত হলিউডের ‘মুলান’ দেখার অপেক্ষায় বাংলাদেশি সিনেপ্লেক্সের দর্শকরা।

পাঠকের মতামত

Comments are closed.