270321

চূড়ান্ত বিতর্কে মিউট থাকবে ট্রাম্প-বাইডেনের মাইক্রোফোন

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত বিতর্কে মাইক্রোফোন ব্যবহারের নিয়ম বদলের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। নতুন নিয়মে বিতর্কের প্রশ্নোত্তর পর্বে এক প্রার্থীর কথা বলার সময় অন্য প্রার্থীর মাইক্রোফোন মিউট (নিঃশব্দ) করে রাখা হবে। প্রথম দফার বিতর্কে ব্যাপক বিশৃঙ্খলার ফলে বিতর্ক সংক্রান্ত কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম বিতর্কে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে সাবেক ভাইস-প্রেসিডেন্ট জো বাইডেনের কথা বলার সময় হইচই করেছেন তা দেখে এই নিয়ম আনা হয়েছে। এমন পরিস্থিতির পুনরাবৃত্তি ঠেকাতেই এই ব্যবস্থা। নতুন নিয়মে উভয় পক্ষই সম্মতি দিয়েছে বলে জানিয়েছে বিতর্ক সংক্রান্ত কমিশন।

বিতর্কের ছয়টি অংশের প্রতিটির শুরুতে প্রাথমিক প্রশ্নের উত্তর দিতে প্রার্থীরা দুই মিনিট করে সময় পাবেন। এ সময় এক প্রার্থীর কথা বলার সময় অন্য প্রার্থীর মাইক্রোফোন মিউট করা থাকবে।

পুরো বিতর্ক অনুষ্ঠানজুড়ে অবশ্য মাইক্রোফোন মিউট থাকবে না। এটা শুধু প্রশ্নোত্তর পর্বে প্রার্থীদের বক্তব্যের প্রথম দুই মিনিটের জন্য প্রযোজ্য। এরপর উভয়ের মাইক্রোফোন চালু করে দেয়া হবে। উন্মুক্ত আলোচনায় অংশ নেবেন দুই প্রার্থী।

মাইক্রোফোন অন করে দেয়া হলেও এ সময় প্রার্থীরা তাদের বক্তব্যে পরস্পরের প্রতি সম্মান প্রদর্শন করবেন বলে আশাবাদ জানিয়েছে কমিশন।

ট্রাম্প-বাইডেনের শেষ বিতর্ক অনুষ্ঠান ১৫ মিনিট করে ছয়টি অংশে বিভক্ত থাকবে। প্রতিটি অংশের আলোচ্য বিষয় ঘোষণা করবেন অনুষ্ঠানের সঞ্চালক এনবিসি নিউজের ক্রিস্টেন ওয়েলকার।

পাঠকের মতামত

Comments are closed.