270272

পুকুর খুঁড়ে পাওয়া সেই যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ উদ্ধারে অভিযান চলছে

লালমনিরহাটে যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। অব্যাহত রয়েছে তল্লাশি অভিযান। রোববার সকাল থেকে আবারো অভিযান শুরু করেছে বিমান বাহিনী।
এর আগে, শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার গোকুন্ডা ইউপির গুড়িয়াদাহ এলাকায় একটি পুকুরের মাটি কাটার সময় পরিত্যক্ত যুদ্ধ বিমানটির ধ্বংসাবশেষ পায় শ্রমিকরা।

বিষয়টি জানাজানি হলে লালমনিরহাট জেলা প্রশাসন, জেলা পুলিশের সমন্বয়ে শনিবার সকাল থেকে উদ্ধার কাজ শুরু করে বিমান বাহিনী।

উদ্ধারকারী দলের নেতৃত্ব দিচ্ছেন ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদুল হাসান মামুন। তিনি জানান, এখন পর্যন্ত মাটির নিচ থেকে বিমানটির সাইলেন্সার, ল্যান্ডিং গিয়ার, মেইন ইঞ্জিন প্রোপেলার, ফুয়েল বার্নিংসহ বিভিন্ন অংশ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজ চলমান। কখন উদ্ধার কাজ শেষ হবে তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।

তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে- ১৯৪৪ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত মার্কিন যুদ্ধ বিমান এটি। মৃত পাইলটের ব্যবহৃত আংটিও উদ্ধার করা হয়েছে। উদ্ধার শেষ হলে যাবতীয় তথ্য তুলে ধরে প্রেস ব্রিফিং করা হবে।

পাঠকের মতামত

Comments are closed.