270128

বেইজিংয়ে অ্যাপোলো গো রোবট্যাক্সি পরিষেবা চালু

চীনের অন্যান্য নগরগুলোতে সাফল্যের পরে এবার দেশটির বেইজিংয়ের ব্যবহারকারীদের জন্য অ্যাপোলো গো রোবট্যাক্সি পরিষেবা চালু করা হয়েছে। রোববার চীনের সার্চ ইঞ্জিন বাইদু এ ঘোষণা দিয়েছে। এতে স্বায়ত্তশাসিত ড্রাইভিং সেক্টর আরো শীর্ষে উঠেছে বলে আশা করা হচ্ছে।
এই পরিষেবাটি বেইজিংয়ের ইজুয়াং, হাইডিয়ান ও শুনির আবাসিক এবং ব্যবসায়িক অঞ্চলগুলোর অন্তর্ভুক্ত। বাইদু ম্যাপ বা অ্যাপোলো ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করার পরে গ্রাহকরা ওই জেলাগুলোতে কোনো অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন ছাড়া নিজেই সেলফ ড্রাইভিং ট্যাক্সি রাইড উপভোগ করতে পারবেন।

একটি অ্যাপোলো রোবট্যাক্সি একসঙ্গে ১৮ থেকে ৬০ বছর বয়সের মধ্যে দুইজন যাত্রী বহন করতে সক্ষম। বর্তমান আইন ও বিধিবিধানের ভিত্তিতে ড্রাইভিং নিরাপত্তা নিশ্চিত করতে গাড়ীতে সুরক্ষা চালকদের এখনও প্রয়োজনীয়তা রয়েছে। ট্যাক্সিটি লেভেল-৪ পাইলট সেলফ- ড্রাইভিং প্রযুক্তিতে সজ্জিত।

চীনের রাজধানীতে রোবট্যাক্সিস ব্যবহারের অনুমতি পাওয়া প্রথম সংস্থা হিসেবে ৪০টি গাড়ি দিয়ে যাত্রা শুরু করবে অ্যাপোলো।

সোমবার বেইজিংয়ের যিজুয়াং জেলার বাসিন্দা লিউ গ্লোবাল টাইমসকে বলেন, তিনি এই পরিষেবাটির জন্য বেশ উচ্ছ্বসিত। তিনি এই পরিষেবা গ্রহণে আগ্রহী বলেও জানান। তবে তিনি এখনো এটি গ্রহণ করতে পারেননি বলেও উল্লেখ করেন।

তিনি আরো বলেন, এই জেলার বিশাল চাহিদার তুলনায় পরিষেবাটি এখনও খুব সামান্য। তবে লিউ বিশ্বাস করেন যে, সেলফ ড্রাইভিং প্রযুক্তি পরিপক্ক হওয়ার সঙ্গে সঙ্গে রোবট্যাক্সিস মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠবে।

জানা গেছে, বেইজিং ছাড়াও, অ্যাপোলো চীনের হুনান প্রদেশের রাজধানী চাংশা ও উত্তর চীনের হেবেই প্রদেসের কংজহুর শহরগুলোতেও জনসাধারণের জন্য এই পরিষেবা চালু করেছে।

সূত্র- গ্লোবাল টাইমস

পাঠকের মতামত

Comments are closed.